শিরোনাম
◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞ নিয়ে জাতীয় শোক কর্মসূচিতে যোগ দিতে উদাত্ত আহবান প্রধানমন্ত্রী জাসিন্ডার

রাশিদ রিয়াজ : ২.নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন দেশবাসীকে আজ শুক্রবার ক্রাইস্টচার্চ হত্যাকা-ের পর সেখানকার আল নুর মসজিদের উল্টোদিকে হ্যাগলে পার্কে শোক সভায় যোগ দেয়ার জন্যে উদাত্ত আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেছেন জাতি হিসেবে ক্রাইস্টচার্চে সন্ত্রাসে নিহত মুসলমানদের প্রতি আমাদের শোক জানানো দায়িত্ব ও কর্তব্য।

৩.স্থানীয় সময় দুপুর দেড়টায় নিউজিল্যান্ডের সকল রেডিও ও টেলিভিশনে একযোগে জুম্মার আযান প্রচার করা হবে। অন্য যেকোনো মিডিয়া তা প্রচারে আগ্রহ জানালে তাকে সহায়তা করবে রেডিও নিউজিল্যান্ড ও টিভিনিউজিল্যান্ড। প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এই শোক সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।

৪.আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো রয়েছেন, ফেডারেশন অব ইসলামিক এ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ড. মুস্তাফা ফারুক, ক্রাইস্ট চার্চ মেয়র লিয়ান্নে ডালজিয়েল, টি রুনানগা ও গাই প্রমুখ। এছাড়া শোক সভায় অন্তত ৩০ জন বিদেশি বিশিষ্টজন উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেছেন, আমি জানি আমার দেশের অনেক নাগরিক এ শোক সভাকে গুরুত্বের সঙ্গে নিয়ে পালন করবে এবং মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। কারণ প্রত্যেকের তা করা উচিত যা সে সঠিক মনে করে। তা সে স্কুলে থাকুক, কর্মস্থলে থাকুক কিংবা বাসায় থাকুক না কেনো।

৫. ক্রাইস্টচার্চের আজকের অনুষ্ঠানের সময়সূচি , স্থানীয় সময় দুপুর সোয়া একটায় আগতরা সমবেত হবেন। এরপর দুপুর দেড়টায় জুম্মার আযান প্রচারিত হবে। দুপুর ১টা ৩২ মিনিটে দুই মিনিটের নিরবতা পালন। ১টা ৩৪ মিনিটে প্রার্থনা শুরু হবে। এসময় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। দুপুর ২টায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সমাবেশস্থল ত্যাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়