শিরোনাম
◈ এককভাবে ইজতেমা আয়োজনের ঘোষণা, কাকরাইল মসজিদ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে ◈ চিন্ময় দাসের আইনজীবী চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার (ভিডিও) ◈ (১৯ ডিসেম্বর)  ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ও স্বর্ণের দাম ◈ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু ◈ গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ◈ ‘অস্ত্র’ হাতে মাদ্রাসায় বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা যা জানা গেল... ◈ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ ◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞ নিয়ে জাতীয় শোক কর্মসূচিতে যোগ দিতে উদাত্ত আহবান প্রধানমন্ত্রী জাসিন্ডার

রাশিদ রিয়াজ : ২.নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন দেশবাসীকে আজ শুক্রবার ক্রাইস্টচার্চ হত্যাকা-ের পর সেখানকার আল নুর মসজিদের উল্টোদিকে হ্যাগলে পার্কে শোক সভায় যোগ দেয়ার জন্যে উদাত্ত আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেছেন জাতি হিসেবে ক্রাইস্টচার্চে সন্ত্রাসে নিহত মুসলমানদের প্রতি আমাদের শোক জানানো দায়িত্ব ও কর্তব্য।

৩.স্থানীয় সময় দুপুর দেড়টায় নিউজিল্যান্ডের সকল রেডিও ও টেলিভিশনে একযোগে জুম্মার আযান প্রচার করা হবে। অন্য যেকোনো মিডিয়া তা প্রচারে আগ্রহ জানালে তাকে সহায়তা করবে রেডিও নিউজিল্যান্ড ও টিভিনিউজিল্যান্ড। প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এই শোক সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।

৪.আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো রয়েছেন, ফেডারেশন অব ইসলামিক এ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ড. মুস্তাফা ফারুক, ক্রাইস্ট চার্চ মেয়র লিয়ান্নে ডালজিয়েল, টি রুনানগা ও গাই প্রমুখ। এছাড়া শোক সভায় অন্তত ৩০ জন বিদেশি বিশিষ্টজন উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেছেন, আমি জানি আমার দেশের অনেক নাগরিক এ শোক সভাকে গুরুত্বের সঙ্গে নিয়ে পালন করবে এবং মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। কারণ প্রত্যেকের তা করা উচিত যা সে সঠিক মনে করে। তা সে স্কুলে থাকুক, কর্মস্থলে থাকুক কিংবা বাসায় থাকুক না কেনো।

৫. ক্রাইস্টচার্চের আজকের অনুষ্ঠানের সময়সূচি , স্থানীয় সময় দুপুর সোয়া একটায় আগতরা সমবেত হবেন। এরপর দুপুর দেড়টায় জুম্মার আযান প্রচারিত হবে। দুপুর ১টা ৩২ মিনিটে দুই মিনিটের নিরবতা পালন। ১টা ৩৪ মিনিটে প্রার্থনা শুরু হবে। এসময় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। দুপুর ২টায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সমাবেশস্থল ত্যাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়