রাশিদ রিয়াজ : শামীমার পরিবারের বক্তব্য হচ্ছে ব্রিটেন তার নাগরিকত্ব হরণ করে তাকে বিপাকে ফেলেছে, এরফলে মেয়েটি রাষ্ট্রহীন নাগরিকত্বে পরিণত হয়েছে এবং তার জীবন হুমকির মুখে পড়েছে। ২০১৫ সালে ব্রিটেনের বেথেল গ্রিন থেকে যে তিন তরুণী সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যোগদেন শামীমা তাদেরই একজন। ব্রিটেনে ফিরে আসতে চাইলে তার অনুমতি মেলেনি এবং উল্টো তার নাগরিকত্ব হরণ করা হয়েছে। সর্বশেষ শামীমার পরিবারের পক্ষ থেকে উদ্ধৃতি দিয়ে দি গার্ডিয়ান বলছে স্পেশাল ইমিগ্রেশন অ্যাপিলস কমিশনের মাধ্যেমে ব্রিটিশ সরকারের নাগরিকত্ব হরণের বিরুদ্ধে পরিবারটি মামলা করেছে।
শামীমার পরিবারের একজন প্রতিনিধি তাসনিম আকুঞ্জি প্রশ্ন তুলে বলেন, যখন শামীমা জীবনযুদ্ধে টিকে থাকার জন্যে লড়াই করছে তখন তার নাগরিকত্ব কেড়ে নিয়ে ব্রিটিশ সরকার তাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এ সিদ্ধান্ত তাকে তার পরিবার থেকেও চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছে। অথচ ব্রিটিশ সরকার এর আগে ৪’শ জনকে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যারা আইএস জঙ্গির পক্ষে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :