স্বপ্না চক্রবর্তী : ২. বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে বেজা কার্যালয়ে আয়োজিত এক সভায় এক সভায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
৩. বেজার পক্ষে মহাব্যবস্থাপক শোহেলের রহমান চৌধুরী এবং চুয়েটের পক্ষে ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেন্সির পরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন।
৪. বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল আলম।
৫. এসময় ড. মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নাফ ট্যুরিজম পার্ক দেশের সর্ব দক্ষিণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর তীরে অবস্থিত ডিম্বাকৃতির একটি দ্বীপ। জালিয়ার দ্বীপ নামে এ দ্বীপে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম দ্বীপ ভিত্তিক পরিকল্পিত ট্যুরিজম পার্ক নাফ ট্যুরিজম পার্ক। সুউচ্চ পাহাড় ও নদীর বৈচিত্র্যময় দৃশ্য, নির্মল বাতাস, দ্বীপটিকে অপরূপ সৌন্দর্য্য দান করেছে।
৬. তিনি জানান, সুদৃশ্য নেটং পাহাড়ের কোল ঘেষে ২৯০ একরের এ দ্বীপটিকে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে বেজা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কয়েকটি বিদেশী প্রতিষ্ঠান সম্পূর্ণ দ্বীপটিকে ট্যুরিজম পার্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। শীঘ্রই এ ট্যুরিজম জমি খন্ডে খন্ডে অথবা অখন্ড হিসেবে গভর্নিং বোর্ড কর্তৃক অনুমোদিক ট্যারিফে বরাদ্দের লক্ষ্যে প্রসপেক্টাস জারি করা হবে ।
৭. দ্বীপটিকে মূল ভূখন্ডের সাথে যুক্ত করতে নেটং পাহাড় থেকে এ দ্বীপ পর্যন্ত প্রায় ৯.৫ কিলোমিটার দীর্ঘ একটি কেবল কার লাইন স্থাপন করা হবে। কেবল কার স্থাপনের জন্য চুয়েট ফিজিবিলিটি স্টাডি, পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা সম্পন্ন করবে এবং এসবের প্রেক্ষিতে একটি স্ট্রাকচারাল ডিজাইন প্রস্তুত করবে। পরবর্তীতে কেবল কার নির্মাণকালীন সময়ে চুয়েট সুপারভিশন এবং মনিটরিং এর কাজে নিয়োজিত থাকবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩৮ মাস সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।