শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালন স্মরণোৎসবে সাঁইজির ধামে মাতোয়ারা ভক্তরা

আব্দুম মুনিব, কুষ্টিয়া: ২) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় চলছে তিনদিনের লালন স্মরণোৎসব। প্রতিবছর দোলপূর্ণিমার সাধুসঙ্গকে ঘিরে স্মরণোৎসবের আয়োজন করে কুষ্টিয়া লালন একাডেমী। উৎসবকে ঘিরে লালন ভক্ত, বাউল, অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের পদচারণায় এখন মুখরিত সাঁইজির ধাম।

৩) ভাববাদী আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই তাঁর জীবদ্দশায় ফাল্গুনের জোৎসনালোকের রাত্রিতে আখড়াবাড়িতে বসতো দোলপুর্ণিমা উপলক্ষে সাধুসঙ্গ। এই উৎসবের একটা ভিত্তি হচ্ছে এক দোলের দিনে লালন সাঁইজির আবির্ভাব ঘটেছিলো ছেঁউড়িয়ার কালী নদীর ঘাটে। লালন সাঁইজি এই সাধুসঙ্গ ৫ঘরের সাধুদের নিয়ে করতেন। সাাঁইজির নিজের ঘর, দেলবার সাঁই, চৌধুরী সাঁই, পাঞ্জু সাঁই ও মহিম সাঁইজির এক ঘর নিয়ে সাঁইজির সাধু সংঙ্গের ধারা অনুসারে তার ভক্ত ও অনুসারীরা প্রতিবছরই দোলপূর্নীমাতে সাধুসঙ্গ করতেন। সেই ভাববাদি পরম্পরা চলছে আজও। বছরের দু’টি দিন যার একটি তিরোধান দিবস, অন্যটি স্মরণোৎসব(দোলউৎসব)’র জন্য অধির আগ্রহে অপেক্ষা করনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল সাধু ও আখড়াবাড়ির বাউল আঙিনা কানায় কানায় ভরে উঠে। পুরো এলাকার সবটুকু ফাঁকা স্থান ভরে গেছে। ছোট ছোট করে আস্তানা গেড়েছেন বাউল ও ভক্তরা। কোন দাওয়াত নেই, পত্র নেই, তবুও এক উদাসি টানে মানুষ ছুটে এসেছেন দলে দলে, হাজারে হাজারে। যেখানে মিলন ঘটেছে নানা ধর্ম, নানা বর্ণের মানুষের। কেউ এসেছেন ধবধবে সাদা পোশাকে, আবার কেউ গেরুয়া বসনে। সাঁইজির টানে এ ধামে বাউল ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে। ‘বাড়ির পাশে আরশীনগর, মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই কুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল, এলাহি আলামিন গো আলা বাদশা আলমপনা তুমি’ এ রকম অসংখ্য লালনসংগীতের সুরের মুর্ছনায় তারা মাতিয়ে তুলেছেন বাউলধাম। বাউল-ফকিরদের সঙ্গে সুর মেলাতে ভুল করছেন না ভক্তরাও।

৪) বুধবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মোঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদ মাহবুবউল আলম হানিফ। প্রধান অতিথি বলেন, ফকির লালন সাঁই এর কোন ধর্ম ও জাত ছিলো না। লালনের একটি মাত্র পরিচয় ছিলো সেটি হচ্ছে মানবতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়