স্পোর্টস ডেস্ক: ২. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর মাঠে গড়াতে আর মাত্র এক দিন। ২৩ মার্চ শনিবার পর্দা উঠবে ফ্রাঞ্জাইজি ভিত্তিক এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন দক্ষিন আফ্রিকার লুঙ্গি এনগিডি। তিনি চেন্নাই সুপার লিগের হয়ে খেলার কথা ছিলো।
৩. গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলে ছিলেন তিনি। এবারও তাকে দলে ধরে রেখেছিল সেই দল। কিন্তু চোট দলটির সাথে এনগিডির সম্পর্ক ‘আপাত ছিন্ন’ করে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরবর্তীতে স্ক্যান প্রতিবেদনে জানা যায়, তার পেশিতে টান লেগেছে।
৪. দেশটির জাতীয় দলের ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মদ মুসাজি বলেন, ‘নিউল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে বল করার সময়ই এনগিডি অস্বস্তি বোধ করছিল। সে বল করাও থামিয়ে দেয়। স্ক্যান প্রতিবেদনে তার চোটের কথা জানা যায়। বিশ্বকাপের আগে ফিট হয়ে ফিরতে হলে তাকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
আপনার মতামত লিখুন :