শিরোনাম
◈ বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা হচ্ছে: আইজিপি ◈ কাশ্মীর সংকট নিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ, কি কথা হলো? ◈ যেভাবে জন্ম নিয়েছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ◈ বজ্রপাতে কুমিল্লায় স্কুলছাত্রসহ ৪ ও কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু ◈ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন, যা বললেন আইন উপদেষ্টা (ভিডিও) ◈ অর্থনীতিকে ফিরিয়ে আনছেন ইউনূস, রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন ◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্লেডের আঘাতে মাদ্রাসার ছাত্রকে ক্ষতবিক্ষত করা হলো’

এম এ হাকিম ভূঁইয়া,আড়াইহাজার প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত-পা বেঁধে আল-আমিন (১২) নামে এক মাদ্রাসার ছাত্রকে ব্লেড দিয়ে উপর্যুপরি আঘাত করে শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। বুধবার সকাল ৬টায় স্থানীয় দয়াকান্দা এলাকায় হাফিজিয়া মাদ্রাসা নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় চৈতনকান্দা এলাকার মানিক মিয়ার ছেলে এবং হাফিজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র।

আহত ছাত্রের বাবা মানিক মিয়া জানান, আল-আমিন স্থানীয় দয়াকান্দা হাফিজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র। সে ফজরের আযান শেষে মাদ্রাসায় নামাজের প্রস্তুতি নিচ্ছিল। ভোরে তাকে একা পেয়ে চৈতনকান্দা এলাকার রহমানের ছেলে এনামুল ও রাজ্জাকের ছেলে ছালামসহ আরো কয়েক মিলে তুলে নেয়। তাকে মাদ্রাসার দ্বিতীয় তলার সিঁড়িতে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে শীরিরের বিভিন্ন স্থানে উপযুপরি আঘাত করে ক্ষতবিক্ষত করে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত একটি মামলা নারায়ণগঞ্জের আদালতে বিচারাধীন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়