কামরুল হাসান : ২) বেসিস সফটএক্সপোতে বিভিন্ন ব্যক্তি, ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানের নানা কার্যক্রম যান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে ডিজিটাল জীবনযাত্রার সহজ সমাধানের জন্য ইন্টারনেট অব থিংস বা আইওটি সেবাটি এনেছে গ্রমীণফোন
৩) ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার হিসেবে বাসা ও কর্মক্ষেত্রে কাজের ধরনের রূপান্তরে গ্রামীণফোন আইওটি সেবার উদ্বোধন করলো।
৪) এছাড়া গ্রামীণফোন স্কুল ও অফিসের জন্য ‘স্মার্ট অ্যাটেন্ডেন্স’, শিল্প-কারখানার জন্য বিশেষ আইওটি সলিউশনস এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সুবিধার জন্য স্মার্ট মিটারিংসহ অন্যান্য পণ্যের ঘোষণা দেয় ।
৫) এর বাইরেও উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে গ্রামীণফোন আইওটি’র সুবিধাসম্পন্ন অন্যান্য সেবার বিষয়ে ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে ন্যারোব্যান্ড আইওটি (এনবি-আইওটি) কমিউনিকেশনস নেটওয়ার্ক, আইওটি কানেক্টিভিটি অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এবং টেলিনর রিসার্চের সাথে ডেভেলপ করা ‘স্মার্ট আইওটি’ প্রোগ্রাম।
আপনার মতামত লিখুন :