শিরোনাম
◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে ২০ জনের লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা ◈ আ. লীগের কলকাতায় বৈঠক থেকে কর্মসূচি, বাস্তবায়নই পরীক্ষা ◈ শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত : ডিবি প্রধান ◈ জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা ◈ সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে শক্তিশালী করুন, দলকে ক্ষমতায় আনুন বললেন এরশাদ

ইউসুফ আলী বাচ্চুঃ ২)স্ব-ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ৫ দিনের মাথায় আমাকে জেলে যেতে হয়েছে। আমার ওপর নানারকম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। মনে জোড় ছিল বলে টিকে আছি। কেউ আমাকে দমাতে পারেনি।’

৩)আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা বাংলাদেশে আর একজনও নেই’।

৪) মনজুর হত্যা মামলায় এ একাধিকবার রায় লেখা শেষ হলেও শেষ পর্যন্ত রায় দেওয়া হয়নি। বিভিন্ন কারণ দেখিয়ে রায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে স্বাক্ষ্য প্রমাণ নিয়েছে। এভাবে নির্যাতন সহ্য করেছি। এখনো অত্যাচার সহ্য করে যাচ্ছি।’

৫)একই অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার সুফল দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এরশাদ। এরশাদের শাসনামলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, তার কর্মকান্ড তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

৬) রওশন এরশাদের বক্তব্য দেওয়ার সময় তৃণমূলের এক নেতা সিএমএইচে এরশাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে বলেন, সেখানে ভুল চিকিৎসা হয়েছে। তবে, রওশন এরশাদ তাকে থামিয়ে দিয়ে বলেন, তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলা অন্যায়। এতে সিএমএইচের ডাক্তাররা ক্ষুদ্ধ হয়েছেন। আর্মিদের নিয়ে খারাপ কথা বলবেন না। রওশন এরশাদের কথা থামিয়ে দিয়ে আরেকজন কথা বলায় হলের মধ্যে খানিকটা হট্টগোল তৈরি হলে তিনি তা থামিয়ে দিয়ে এরশাদের জন্মদিনের স্লোগান তোলেন। পরে এরশাদ আবারো হুইল চেয়ারে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

৭) বুধবার (২০ মার্চ) গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ৯০ তম জন্মদিন পালন অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এ কথা বলেন।

জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে হুইল চেয়ারে আসেন এরশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়