আনিসুর রহমান তপন- ১) পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকার বুড়িগঙ্গা এবং চট্টগ্রামের কর্নফুলী নদীর অবৈধ দখল মুক্ত ও দূষণ রোধ সরকারের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা আছে। চলমান উচ্ছেদ অভিযান কেউই বাঁধাগ্রস্ত করতে পারবে না। বুধবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
২) 'মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে' সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নৌ-খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তারা আমাদের নদী পথ, বন্দরের টার্মিনাল আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
৩) প্রতিমন্ত্রী বলেন, আমরা রবার্ট মিলারকে জানিয়েছি, তাদের এই প্রস্তাব সরকার বিবেচনা করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাজধানী ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গাসহ কয়েকটি নদী এবং চট্টগ্রামের কর্নফুলী'র অনক অংশ দখল হয়ে গেছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে ক্ষুব্ধ। তার কঠোর নির্দেশনা রয়েছে। অবৈধ দখল মুক্ত ও দূষণ রোধ সরকারের চ্যালেঞ্জ। চলমান উচ্ছেদ অভিযান কেউই বাঁধাগ্রস্ত করতে পারবে না।
৪) তিনি বলেন, এর আগেও নদীর অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ নেয়া হয়েছিল। তা থেমে গিয়েছিল তা বলা যাবে না। তবে সত্য এ অভিযান তেমন একটা গতি পায়নি। প্রতিমন্ত্রী দৃড়তার সঙ্গে বলেন, এবার আর তা হবে না। সরকারের মাষ্টারপ্ল্যান বাস্তবায়ন হবেই। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি।
আপনার মতামত লিখুন :