শিরোনাম
◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত ◈ মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ শেখ হাসিনার আমলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি ছিল ‘মিথ্যা’ ◈ রিজার্ভ কমে ফের ১৯ বিলিয়ন ডলার ◈ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ নতুন রাজনৈতিক দলের ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভ্যাট বাড়ানোয় ৫ টাকার বিস্কুট ৭ টাকা, ২৫ টাকার জুস ৩৩ টাকা হবে ◈ বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি? ◈ বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি (ভিডিও) ◈ আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় হামলা ছিলো অপ্রত্যাশিত, বললেন রাঙ্গামাটির পুলিশ সুপার

মারুফুল আলম : ২) রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির বলেন, রাঙ্গামাটিতে এ ধরণের হামলার আশংকা করিনি, কারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। বিবিসি বাংলা।

৩) এখনো তদন্ত শুরু করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের নাম ঠিকানা পরিপূর্ণ প্রকাশ করার পরেই তদন্তে যাবো। হতাহতদের সবাইকে শনাক্ত করা যায়নি। তাছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই অভিযান শুরু করতে হবে।

৪) এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

৫) সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ৯ কিলোমিটার দূরে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীরা নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী বহনকারী গাড়িকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ৭ জন নিহত ও আহত হয়েছে অন্তত ২০ জন।

৬) আলমগীর কবির বলেন, হতাহতদের কেউ গুলিবিদ্ধ কেউ ইনজিউরড। তাদেরকে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে স্থানীয় এক সাংবাদিক জানান, আহতদের ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

৭) হামলায় অন্যদের সঙ্গে চাঁদের গাড়ির হেল্পার পিন্টু চাকমা নামের একজন মারা গেছেন বলে জানান, রাঙ্গামাটির সাংবাদিক সুনীল কান্তি দে। হামলাকারীরা ইউনাইটেড পার্টি অব ডেমোক্রেটিক ফ্রন্টের লোক বলে ধারণা।

৮) সুনীল কান্তি দে বলেন, এ ধরণের ঘটনা এ অঞ্চলে অপ্রত্যাশিতই ছিলো। তবে বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান প্রতিদ্ব›িদ্বরা দুইজনই শান্তিবাহিনীর এক্স ফাইটার হওয়ায় এদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটা হানাহানির আশংকা ছিলো। তবে নির্বাচনের সংশ্লিষ্ট নীরিহ কর্মচারীদের ওপর হামলা হবে, সেটা কেউ ভাবেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়