রিয়াজ হোসেন:২) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে ৩ দিনের আল্টিমেটাম শেষে ভিসি কার্যালয়ের সামনে নিয়েছে ৫টি প্যানেলের অবস্থান চলছে।
৩) অবস্থান কর্মসূচিতে ডাকসুর ভিপি নুরুল হক নুর না থাকার বিষয়ে কোটা আন্দোলনের নেতা ও ডাকসুর জিএস প্রার্থী রাশেদ বলেন, তার বোন অসুস্থ তাই আসতে পারেনি। তবে আন্দোলনের বিষয়ে খোজঁ খবর রাখছেন।
৪) অন্যদিকে বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক সমস্যার জন্য শুরু থেকে প্রোগ্রামে থাকতে পারিনি। তবে সবার সাথে যোগাযোগ রয়েছে।
৫) নির্বাচন বাতিল; পুনঃতফসিল ঘোষণা; উপাচার্যের পদত্যাগ; মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচারের দাবিতে সকালে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর প্রার্থী ও সমর্থকরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেখান থেকে বের করা একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভিসির কার্যালয়ের সামনে আবস্থান কর্মসূচি পালন করছে প্যানেলগুলো।
আপনার মতামত লিখুন :