শিরোনাম
◈ নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা ◈ ডিবি থেকে নিয়ে ৯ তরুণকে খুন! সেই এক লোমহর্ষক ঘটনার অনুসন্ধান ◈ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে পাওনা অর্থের পরিমাণ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ◈ মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা? নিজ মুখেই জানালেন ভুক্তভোগী (ভিডিও) ◈ টাকার বিনিময়ে আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি! (ভিডিও) ◈ চাঁদপুরে ‘এমভি আল-বাখেরা’ জাহাজে মিললো ৫ মরদেহ, মুমূর্ষু উদ্ধার ৩ (ভিডিও) ◈ টেলিগ্রাম ব্যবহার করে আয় প্রায় ১০ কোটি টাকা, হাতেনাতে ধরল পুলিশ ! ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি (ভিডিও) ◈ মা-স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ আওয়ামী লীগতো ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে : রিজভী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বাংলা ও বাঙালির মুক্তির সনদ হাতে জন্মেছিলেন, বললেন অপু উকিল

লিয়ন মীর : যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল বলেছেন, হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙালির মুক্তির সনদ হাতে জন্মেছিলেন। বঙ্গবন্ধু বাল্যকাল থেকেই যেমন ছিলেন প্রতিবাদি তেমন ছিলেন মানবিক।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কথা সবাই জানে, সে কথা আমিও জানি। তবে সবাই বলে বলেই বলছি না, সবাই মানে বলেই মানছি না। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন সৈনিক বলেও বলছি না। যে কথা মনের গভীরে ধারণ করি, লালন করি, পালন করি একথাই সেকথা- যে কথা আমার বিশ্বাসে মিশে থেকে আত্মশক্তিকে করেছে বলীয়ান। আমার সেই বলের জায়গা থেকেই বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিনে ক্ষণজন্মা সর্বত্যাগী পিতাকে স্মরণ করে সর্বজন বিশ্বাসী সেকথা মনের গহীন থেকে টেনে বের করে এনে বলছি- স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শেষ্ঠ বাঙ্গলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে আমরা পরাধিনতার শিকল কেটে স্বাধীন বাংলা পেতাম না।
তিনি বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর এই বাংলায় জন্ম না হলে, স্বাধীন বাংলার স্বপ্ন অধরাই থেকে যেতে। শোষণ আর বঞ্ছনায় আরো কতো যুগ কেটে যেতো, সে হিসাব কে রাখে? জাদুকরি পিতার আলোর ছটায় সময়ের অতলে মিলিয়ে গেছে সব। এই কালজয়ী পুরুষের জন্ম হয়েছিল এই দেশটাকে স্বাধীন করতে, এই দেশের নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষকে সীমাহীন দুঃখ-কষ্ট থেকে মুক্ত করে আপন জীবন দান করতে। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন আলোকবর্তিকা হয়ে।

তিনি আরো বলেন, মহান এই নেতার আদর্শ লালন করে আছি। তবে তাকে স্মরণ করে সঠিক উপমা প্রয়োগ করে দু’কথা বলার উপযুক্ত শব্দ কোন অভিধানে আছে বলে আমার জানা নেই। তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞানে দৃঢ় চিত্তে স্বরণ করে বলছি, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, মুদ্রার এক পিঠ যদি হয় স্বাধীনতা, তাহলে সেই একই মুদ্রার অপর পিঠ মহান নেতা শেখ মুজিব। বঙ্গবন্ধু তার পূর্ণ জীবন বিলিয়ে দিয়েছিলেন এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য। জীবনের উচ্ছাস দিনগুলো থেকে দীর্ঘ ১১ বছর কারাগারে বন্দি অবস্থায় কাটিয়েছেন। কোনো জেল জুলুমই বঙ্গবন্ধুকে মানুষের মুক্তির লক্ষ্য থেকে ফেরাতে পারেনি। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের কারাগারে কবরের পাশে দাড়িয়েও তিনি আপস করেননি। নিপিড়িত-নির্যাতিত বাঙালির মুক্তিই ছিলো বঙ্গবন্ধুর একটি মাত্র লক্ষ্য। তাই আবারো বলছি, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যতদিন বাংলাদেশ এবং বাঙ্গালি রবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মানুষের প্রাণে সদা জাগ্রত রবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়