শিরোনাম
◈ আইনের বাইরে কোন কাজ করা যাবে না:  স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ তাহসানের স্ত্রীর বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস ভাইরাল ◈ বিডিআর হত্যাকাণ্ড বিদ্রোহ নয়, ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান (ভিডিও) ◈ লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ তারেকের পথ চেয়ে খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া: ডা. জাহিদ ◈ শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার, আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া? ◈ পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতিতে বঙ্গবন্ধুর নোবেল পাওয়ার দরকার ছিল, বললেন ড. আবুল বারকাত

মারুফুল আলম : ২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতার তত্ত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নোবেল পাওয়া উচিত ছিলো। রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ‘এ বাংলায় তুমি জন্মেছিলে বলেই আজ আমরা স্বাধীন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাগো নিউজ।

৩) ড. আবুল বারকাত বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম দুটো কথাই বলেছেন। তিনি শুধু বলতে পারতেন মুক্তি কিংবা স্বাধীনতা। দুটো আলাদা বিষয় হওয়াতে তিনি দুটোই বলেছেন। এর মধ্যদিয়ে তিনি রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তিসহ সব ধরনের মুক্তিকে নিয়ে এসেছেন।’

৪) তিনি বলেন, অমর্ত্য সেন যে তত্ত্বের ভিত্তিতে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, এসব তত্ত্ব শেখ মুজিবুর রহমান অনেক আগেই দিয়েছেন। তারপরও অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। এতেও আমরা খুশি। কারণ তিনিও বাংলাদেশেরই মানুষ ছিলেন।’

৫) আবুল বারাকাত বলেন, ‘আমরা এখন শতভাগ স্বাক্ষরতার কথা বলছি। ভাবখানা এমন যে শতভাগ স্বাক্ষরতা হয়ে গেলেই আমাদের সব হয়ে যাবে। অথচ ১৯৭৪ সালেই বঙ্গবন্ধু ১০০ ভাগ জনগণকে শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। আর আমরা এখন আছি শতভাগ স্বাক্ষরতার হার নিয়ে।’

৬) তিনি বলেন, ‘এসবের পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন তারা আজ ভুল স্বীকার করছেন। বাংলাদেশের উন্নয়নকে তারা বিশ্বের রোল মডেল হিসেবে আখ্যায়িত করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়