শিরোনাম
◈ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত ◈ বাঁচানো গেলো না মাগুরার সেই শিশুটিকে ◈ বেতন ভাতাসহ অন্যান্য সমস্যা নিয়ে মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি ◈ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরালেই কী পরিস্থিতির পরিবর্তন হবে, কী বলছেন রাজনীতিবিদরা ◈ সচিবালয় ও শাহবাগসহ আশপাশে মিছিল-গণজমায়েত নিষিদ্ধ ◈ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল ◈ আপিল বিভাগের রায়: ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা ◈ শেখ হাসিনার অপরাধের তদন্ত শেষ পর্যায়ে, এপ্রিল মাসে শুরু হচ্ছে বিচার ◈ ওয়ানডে বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ◈ বিএসএফের হাতে ১ বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতিতে বঙ্গবন্ধুর নোবেল পাওয়ার দরকার ছিল, বললেন ড. আবুল বারকাত

মারুফুল আলম : ২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতার তত্ত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নোবেল পাওয়া উচিত ছিলো। রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ‘এ বাংলায় তুমি জন্মেছিলে বলেই আজ আমরা স্বাধীন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাগো নিউজ।

৩) ড. আবুল বারকাত বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম দুটো কথাই বলেছেন। তিনি শুধু বলতে পারতেন মুক্তি কিংবা স্বাধীনতা। দুটো আলাদা বিষয় হওয়াতে তিনি দুটোই বলেছেন। এর মধ্যদিয়ে তিনি রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তিসহ সব ধরনের মুক্তিকে নিয়ে এসেছেন।’

৪) তিনি বলেন, অমর্ত্য সেন যে তত্ত্বের ভিত্তিতে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, এসব তত্ত্ব শেখ মুজিবুর রহমান অনেক আগেই দিয়েছেন। তারপরও অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। এতেও আমরা খুশি। কারণ তিনিও বাংলাদেশেরই মানুষ ছিলেন।’

৫) আবুল বারাকাত বলেন, ‘আমরা এখন শতভাগ স্বাক্ষরতার কথা বলছি। ভাবখানা এমন যে শতভাগ স্বাক্ষরতা হয়ে গেলেই আমাদের সব হয়ে যাবে। অথচ ১৯৭৪ সালেই বঙ্গবন্ধু ১০০ ভাগ জনগণকে শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। আর আমরা এখন আছি শতভাগ স্বাক্ষরতার হার নিয়ে।’

৬) তিনি বলেন, ‘এসবের পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন তারা আজ ভুল স্বীকার করছেন। বাংলাদেশের উন্নয়নকে তারা বিশ্বের রোল মডেল হিসেবে আখ্যায়িত করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়