শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

মাসুদ আলম: রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত ইজিবাইক(অটোরিকশা) ও ব্যাটারিচালিত রিকশার চালকরা। শনিবার দুপুরে প্রায় ১ হাজার চালক মাথায় কাফনের কাপড় বেঁধে খিলক্ষেত লেকসিটি ও বরুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে খিলক্ষেত ইছাপুরা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার থেকে ৫ দিন ধরে কর্মবিরতি পালন করছেন চালকরা। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। অধিকাংশ যাত্রীদের পাঁয়ে হেটে গন্তব্যস্থলে যেতে হয়েছে।

একাধিক চালক বলেন, খিলক্ষত এলাকায় প্রায় ১২শ ইজিবাইক ও ১ হাজার ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ইজিবাইক থেকে দৈনিক ৫০ টাকা ও ব্যাটারি চালিত রিকশা থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। দৈনিক প্রায় ৯০ হাজার টাকা চাঁদা তুলা হচ্ছে। এসব টাকা তুলার জন্য সাত্তার নামে একজন লাইনম্যান রয়েছে। সাত্তার মাধ্যমে স্থানীয় কথিপয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এসব টাকা নিচ্ছেন। চালকদের বলা হয় এসব টাকার একটি অংশ স্থানীয় ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে দেওয়া হয়। তারপরও পুলিশ চালকদের নিয়মিত হয়রানি করছে। ইজিবাইক ও রিকশা আটক করে চালকদের কাছে ১ হাজার থেকে ২ হাজার টাকা দাবী করেন পুলিশ। টাকা না দিলে ব্যাটারি খুলে রাখে। এছাড়া একদিন চাঁদা না দিলে লাইনম্যান ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী চালকদের মারধর করে। তারা চাঁদা দিয়ে ইজিবাইক ও রিকশা চালাবে না, যদি বন্ধ করতে তবে আশপাশের এলাকায়ও বন্ধ করতে হবে।

মনির নামে এক চালক বলেন, তার মতো অনেকেই বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে ইজিবাইক ও রিকশা কিনেছে। তারা কাউকে চাঁদা দিয়ে ইজিবাইক চালাবেনা। যদি তাদের সমস্যার সমাধান না হয় তা হলে কঠোর কর্মসূচি দিবে।

বশির নামে এক যাত্রী বলেন, অটো রিকশা বা ইজিবাইক ও রিকশা বন্ধ থাকায় তাদের দুর্ভোগ পড়তে হচ্ছে। আবার দু;একটি রিকশা চললেও দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই মশিউর রহমান বলেন, কিছু অটোরিকশা আটক করা হয়েছে,মনে হয় তার প্রতিবাদে চালকরা বিক্ষোভ করে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়