শিরোনাম
◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার ◈ রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে শহিদি সমাবেশ শুরু ◈ কাশ্মীরে হামলা: কেন পহেলগামে সেনা ছিল না, ভারত সরকার যা বলছে ◈ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সক্ষমতা প্রমাণ করুণ, ইসিকে জামায়াত আমির ◈ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিল অধিদপ্তর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

মাসুদ আলম: রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত ইজিবাইক(অটোরিকশা) ও ব্যাটারিচালিত রিকশার চালকরা। শনিবার দুপুরে প্রায় ১ হাজার চালক মাথায় কাফনের কাপড় বেঁধে খিলক্ষেত লেকসিটি ও বরুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে খিলক্ষেত ইছাপুরা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার থেকে ৫ দিন ধরে কর্মবিরতি পালন করছেন চালকরা। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। অধিকাংশ যাত্রীদের পাঁয়ে হেটে গন্তব্যস্থলে যেতে হয়েছে।

একাধিক চালক বলেন, খিলক্ষত এলাকায় প্রায় ১২শ ইজিবাইক ও ১ হাজার ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ইজিবাইক থেকে দৈনিক ৫০ টাকা ও ব্যাটারি চালিত রিকশা থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। দৈনিক প্রায় ৯০ হাজার টাকা চাঁদা তুলা হচ্ছে। এসব টাকা তুলার জন্য সাত্তার নামে একজন লাইনম্যান রয়েছে। সাত্তার মাধ্যমে স্থানীয় কথিপয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এসব টাকা নিচ্ছেন। চালকদের বলা হয় এসব টাকার একটি অংশ স্থানীয় ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে দেওয়া হয়। তারপরও পুলিশ চালকদের নিয়মিত হয়রানি করছে। ইজিবাইক ও রিকশা আটক করে চালকদের কাছে ১ হাজার থেকে ২ হাজার টাকা দাবী করেন পুলিশ। টাকা না দিলে ব্যাটারি খুলে রাখে। এছাড়া একদিন চাঁদা না দিলে লাইনম্যান ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী চালকদের মারধর করে। তারা চাঁদা দিয়ে ইজিবাইক ও রিকশা চালাবে না, যদি বন্ধ করতে তবে আশপাশের এলাকায়ও বন্ধ করতে হবে।

মনির নামে এক চালক বলেন, তার মতো অনেকেই বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে ইজিবাইক ও রিকশা কিনেছে। তারা কাউকে চাঁদা দিয়ে ইজিবাইক চালাবেনা। যদি তাদের সমস্যার সমাধান না হয় তা হলে কঠোর কর্মসূচি দিবে।

বশির নামে এক যাত্রী বলেন, অটো রিকশা বা ইজিবাইক ও রিকশা বন্ধ থাকায় তাদের দুর্ভোগ পড়তে হচ্ছে। আবার দু;একটি রিকশা চললেও দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই মশিউর রহমান বলেন, কিছু অটোরিকশা আটক করা হয়েছে,মনে হয় তার প্রতিবাদে চালকরা বিক্ষোভ করে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়