রুহুল আমিন : আজ ১৬ই মার্চ। বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ জেলার পাঁচুরিয়ায় ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বিসিসি,মানবজমিন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে অনার্স ও ১৯৫৩ সালে মাস্টার্স পাস করেন। ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক।
তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্তানে তিনি বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন । বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি এই দলে যোগ দেন। খোন্দকার দেলোয়ার হোসেন ২০০৭ সাল থেকে বিএনপি মহাসচিবের দায়িত্বে ছিলেন। এর আগের জাতীয় সংসদে তিনি চীফ হুইপ ছিলেন। দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে এসময় তিনি দলের ভেতরে এবং বাইরে বিতর্কিত হন।
যেসক রাজনীতিবিদ রাজনীতিতে সাহসী ভূমিকা নিয়েছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন তাদের অন্যতম “এক এগারোর পর বিএনপির সবচেয়ে দুঃসময়ে তিনি দলকে রক্ষায় রুখে দাঁড়িয়েছিলেন । তিনি সেসময় শুধু বিএনপিকেই রক্ষা করেননি, গণতন্ত্রকে রক্ষায়ও বড় ভূমিকা রেখেছেন “স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেলোয়ার সক্রিয় ভূমিকা পালন করেন।
আপনার মতামত লিখুন :