শিরোনাম
◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ ◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধি করা হচ্ছে রেলওয়ের ভাড়া

দ্যা ডেইলি স্টার: লোকসানের পরিমাণ কমাতে এবং সেবার মান বাড়াতে যাত্রী এবং মালবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রগুলোর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক প্রস্তাব অনুসারে যাত্রীদের ভাড়া প্রায় ২৫ ভাগেরও বেশি বাড়তে পারে। তবে বাংলাদেশ রেলওয়ের ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, ‘রেলওয়ের ভাড়া অবশ্যই বাড়ানো হবে। তবে তা কতটুকু বাড়ানো হবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’

তবে কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, ট্রেনের ভাড়া বৃদ্ধির আগে যাত্রীদের সেবার মান বাড়ানো উচিত। ডব্লিউবিবি ট্রাস্টের প্রোজেক্ট অফিসার আতিকুর রহমান বলেন, শুধুমাত্র ভাড়া বাড়ানোর মাধ্যমে রেলওয়েকে লাভের দিকে নেয়া সম্ভব না।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটের শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৬৫ টাকা করা হবে। এসি চেয়ার কোচের ভাড়া ৬৫৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭০ টাকা করা হবে। ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ারের ভাড়া ৫০৫ টাকা থেকে বাড়িয়ে ৬৩০ টাকা প্রস্তাব করা হয়েছে। এবং এসি চেয়ারের ভাড়া ৯৬৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৪৩ টাকা করা হবে। ঢাকা-সিলেট রুটের ক্ষেত্রে শোভন চেয়ারের ভাড়া শোভন চেয়ারে ৩২০ টাকা থেকে ৪৩৫ টাকা এবং এসি চেয়ারে ৬১০ টাকা থেকে ভাড়া বেড়ে এক হাজার এক টাকা করা হবে। মালবাহী ট্রেনের ভাড়াও প্রস্তাব অনুযায়ী ২৫ ভাগেরও বেশি করা হবে।

ভাড়া বৃদ্ধি বাস্তবায়িত হলে তিন বছরের মধ্যে এটি দ্বিতীয় ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রেলওয়ের ভাড়া ৭.২৩ ভাগ বৃদ্ধি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়