শিরোনাম
◈ জাহাজে ৭ খুনের ঘটনা তদন্তে কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সারওয়ার আলম ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি ◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমজুড়ে টাইগারদের প্রতি সমবেদনাভরা বার্তা

আক্তারুজ্জামান : রাত পোহালেই যে মাঠে সিরিজের শেষ টেস্ট খেলতো বাংলাদেশ দল। সেই ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের নিকটেই এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এ ঘটনায় নিহত ৪০ ও আহত অর্ধশত। এই মসজিদেই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। একটু দেরিতে সেখানে পৌঁছানোতেই প্রাণে বেঁচে গেছেন তারা।

এই সন্ত্রাসী হামলার জেরে বাতিল করা হয়েছে ক্রাইস্টচার্চ টেস্ট। তবে সৌভাগ্যজনকভাবে বাংলাদেশ দলের প্রত্যেকেই নিরাপদে আছেন। ভয়াবহ এই ঘটনায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রীড়াঙ্গনের বেশ কিছু তারকা সমবেদনা ও শঙ্কা প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার জিমি নিশামের টুইট, ‘অনেক দিন থেকেই নানা ঘটনা দূর থেকে দেখে ভেবেছি, বিশ্বের এই কোণে আমরা একটু আলাদা, একটু নিরাপদ। আজকের দিনটা ভয়াবহ। ভীতিকর এবং দুঃখজনক।’

[caption id="attachment_823694" align="aligncenter" width="524"] নিউজিল্যান্ডের পেসার জিমি নিশামের টুইট।[/caption]

নিউজিল্যান্ড রাগবির মুসলিম তারকা খেলোয়াড় সনি বিল উইলিয়ামস টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, ‘খবরটা শুনে ভাষাহীন হয়ে পড়েছি। শুনেছি প্রায় ৩০ জনের মতো নিহত হয়েছে। হতাহতের পরিবারের প্রতি দোয়া রইল। ইনশা আল্লাহ তোমরা সবাই স্বর্গে থাকবে এবং খুব দুঃখ লাগছে যে এটি নিউজিল্যান্ডে ঘটল।’

[caption id="attachment_823695" align="aligncenter" width="637"] ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিনের টুইট।[/caption]

ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের টুইট, ‘মানবতার জন্য পৃথিবীর কোনো জায়গাই এখন আর নিরাপদ না। কারণ মানুষই এই গ্রহের সবচেয়ে বড় শত্রু।’ ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্শা ভোগলে টুইট করেন, ‘নিউজিল্যান্ডে যখন আপনাকে সরাসরি গুলি থেকে বাঁচতে হয় তখন বুঝে নেবেন পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। বাংলাদেশ দল নিরাপদ আছে জেনে স্বস্তি লাগছে।’

[caption id="attachment_823697" align="aligncenter" width="640"] ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের টুইট।[/caption]

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের টুইট, ‘নিউজিল্যান্ডে হত্যাকা-ের খবর শুনে স্তব্ধ হয়ে পড়েছি। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে জেনে স্বস্তি লাগছে।’

[caption id="attachment_823701" align="aligncenter" width="582"] শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের টুইট।[/caption]

এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে এই হামলার নিন্দা চলছে। সারাবিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আজকের দিনটাকে ইতিহাসের কালো দিন অ্যাখ্যা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়