শিরোনাম
◈ তিস্তা নিয়ে সরকারের ৬ সিদ্ধান্ত জানালেন আসিফ মাহমুদ ◈ আত্মগোপনে থাকা সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেপ্তার ◈ মোদীর সকল শর্তই প্রত্যাখান করলো বাংলাদেশ! (ভিডিও) ◈ ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে: গয়েশ্বর ◈ আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না: সিলেটে জামায়াত আমির (ভিডিও) ◈ যুক্তরাজ্যেও হতাশ আওয়ামী লীগ, খুলল না লন্ডন হাইকমিশনের গেট, সরিয়ে দিল পুলিশ! (ভিডিও) ◈ গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩ ◈ নতুন কর্মসূচি ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরতলীর ঘাটুরা এলাকায় এ আগুন লাগে। প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস উৎপাদনের সময় অতিরিক্ত গ্যাস একটি ফ্লেয়ার লাইনের মাধ্যমে পুড়িয়ে বের করা হয়। বিকেলে সেই ফ্লেয়ার লাইন দিয়ে গ্যাসের সঙ্গে অতিরিক্ত তেল (কনডেনসেট) বের হতে থাকে। এর ফলে ফ্লেয়ার লাইন দিয়ে মাত্রাতিরিক্ত আগুনের শিখা বেরিয়ে তা নিচে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাকরিয়া হায়দার সাংবাদিকদের জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। সেজন্য সরাইল ও আশুগঞ্জের দুটি ইউনিটকে খবর দেয়া হয়েছিল। পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার সুব্রত মালাকার বলেন, গ্যাস ফিল্ডের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের দু’টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিজিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে এতে করে জাতীয় গ্রিডে কোনো সমস্যা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়