শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় চ্যানেলে সম্প্রচার হচ্ছে পিএসএল

স্পোর্টস ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি ভারতের কাশ্মীর পুলওয়ামা জঙ্গী হামলায় ৪০ জওয়ান শহিদ হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক পুনরায় তিক্তয় পরিণত হয়। জঙ্গী হামলার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও। ভারতীয় চ্যানেল ডি স্পোর্টস বন্ধ করে দেয় চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার। ভারতীয় প্রেডিকশন ওয়েবসাইট ড্রিম ১১ তাদের এপ থেকে পিএসএলের সকল ম্যাচ সরিয়ে ফেলে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজও একই কাজ করে, তারাও পিএসএলের ধারাভাষ্য তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে দর্শকদের তুমুল প্রতিবাদের ফলে। তবে গত ১১ তারিখ হঠাৎ করেই উল্টো পথে চলা শুরু করে ভারতীয় চ্যানেল ডি স্পোর্টস।

গত ১১ই মার্চ থেকে পুনরায় পিএসএলের ম্যাচ সম্প্রচার করা শুরু করে ডি স্পোর্টস। পিএসএলের ম্যাচ গুলো এখন করাচিতে হচ্ছে। করাচিতে ১১ তারিখ গ্রুফ পর্বের শেষ দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। ডি স্পোর্টস উভয় ম্যাচই সম্প্রচার করে।

https://twitter.com/DSportINLive/status/1105041040673632257

অথচ এর আগে হামলার পর যখন তারা পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় তখন তাদের গলায় ছিলো ভিন্ন সুর। তখন তারা জানায় দেশের জনগণের আবেগের প্রতি তাদের সম্মান আছে। তাই তারা পিএসএল সম্প্রচার বন্ধ করবে আপাতত। তবে ফের পরিস্থিতি শান্ত হওয়ায় পুনরায় পিএসএল সম্প্রচার করায় তাদের উপর ভারতীয় ভক্তরা চরম হতাশ।

অনেকেই টুইটারে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছে এবং জানতে চেয়েছে তাদের দেশপ্রেম কি এতই ঠুনকো যে পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ায় এখন তারা কিছু টাকার জন্য পুনরায় পিএসএল সম্প্রচার শুরু করেছে। তাদের উপর ক্ষুব্ধ দর্শকেরা আবারো দাবি তুলেছে টুইটারে তাদের বয়কট করার পুনরায় পিএসএল প্রচারের অপরাধে।

https://twitter.com/sarcasmistani/status/1105074702849064961

আবার অনেকের মন্তব্য পিএসএলকে বিভিন্নভাবে বয়কট করা সাময়িক পদক্ষেপ ছিলো বিভিন্ন মিডিয়ার পরিস্থিতি গরম হওয়াতে, এখন পরিস্থিতি ঠান্ডা তাই তারা সেই সুযোগ পিএসএল প্রচার করছে। এমনকি পাকিস্তানকে বিশ্বকাপে নিষিদ্ধের দাবিও সময়ের সাথে হারিয়ে গিয়েছে। অন্যদিকে পাকিস্তানি ভক্তরা এটিকে ভারতীয়দের দেশপ্রেম টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়