শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কানদের বিপক্ষে জয়ের রথটা ধরেই রাখলো প্রোটিয়া

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে স্বাগতিক দ.আফ্রিকার বিপক্ষে ইতিহাস রচিত করে সিরিজ নিজেদের করে নেয় সফরকারী শ্রীলঙ্কা। সেই দলটি ওয়ানডে সিনিজে একের পর এক ম্যাচ হেরেই চলেছে। চার ম্যাচে এখনো একটি ম্যাচ জয়ের মুখ দেখেনি তারা।
বুধবার পোর্ট এলিজাবেথে সিরিজের চতুুর্থ ওয়ানডেতে শ্রীলংকাকে ছয় উইকেটে হারিয়েছে দ. আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে এখন হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলংকা (৪-০)।

টসে হেরে ব্যাট করতে দ. আফ্রিকার বোলারদের সম্মিলিত আক্রমণে মাত্র ৩৯.২ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। একশ রানের আগেই সাত উইকেট হারানো দলটি এমন লক্ষ্য দাঁড় করাতে পেরেছে পেসার ইসুরু উদানার ব্যাটে ভর করে।

এদিনে ৫৭ বলে সাতটি চার ও চারটি ছক্কায় ৭৮ রান করেন উদানা। প্রোটিয়া বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন অনরিচ নর্তজে। দুইটি উইকেট লাভ করেন অ্যান্ডিল ফেহলুকায়ো।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারেই লক্ষ্য অতিক্রম করে প্রোটিয়ারা। লঙ্কান বোলার ধনঞ্জয়া ডি সিলভার নৈপুণ্যে ১৪৪ রানে দলটির চার উইকেট পড়ে গেলেও ডেভিড মিলার ২৫ এবং জেপি ডুমিনির ৩১ রানে দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় স্বাগতিকরা।

টপ অর্ডারে ৫১ রানের ইনিংস খেলেন ইনফর্ম ওপেনার কুইন্টন ডি কক। মার্করাম করেন ২৯, অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৪৩ রান।

লঙ্কান ডি সিলভা তিনটি ও রাজিথা একটি উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়