শিরোনাম
◈ ৭টি মন্ত্রণালয় রয়েছে  সচিবালয়ের আগুন লাগা ৭ নম্বর ভবনে  ◈ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক যেভাবে ধরা পড়ল  ◈  সহ-সমন্বয়ক খালেদের সঙ্গে কী ঘটেছিল? ◈ সেনাবাহিনী-বিজিবি মোতায়েন সচিবালয়ে ◈ সচিবালয়ে আগুন: ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালালো ট্রাক ◈ নারায়ণগঞ্জে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, রফার ১৩ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পকেটে পুরেছেন দুই নেতা  ◈ সচিবালয়ের আগুন: সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি (ভিডিও) ◈ বগুড়া কারাগারে সাবেক এমপি রাগেবুলের ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায় ◈ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে: আল–জাজিরার প্রতিবেদন ◈ চট্টগ্রামে এস আলমের গাড়িকাণ্ডের বিএনপির ৩ নেতা সদস্য পদ ফিরে পেলেন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রোতাদের তোপের মুখে ভারতীয় চিন্তাবিদ সমীর স্বরন

আসিফ হাসান কাজল : ১৩ই মার্চ বুধবার সকাল ১০ টায় ঢাকা ইস্কাটনের (বি আই আই এস এস) অডিটরিয়মে বিশ্বখ্যাত ভারতীয় চিন্তাবিদ সমীর স্বরন প্রশ্নত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের তোপের মুখে পড়েছেন। সেন্টার ফর গভারনেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ভারত,বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক বক্তব্যে তিনি সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আমলাদের ভারত-বাংলাদেশ সংকট নিয়ে নানামুখী প্রশ্নের মুখোমুখি হন।

অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমান। একপর্যায়ে সাবেক বাংলাদেশী কূটনৈতিক ও রাষ্ট্রদূতের সাথে সমীর স্বরনের এর প্রশ্নউত্তরে কিঞ্চিৎ বাকবিতণ্ডার ও সৃষ্টি হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে একাধিক সচিব আমলা সাবেক সেনাবাহিনী অফিসার ও সাংবাদিকদের সাথে প্রশ্নউত্তরে উঠে আসা ভারত-বাংলাদেশ সম্পর্ক নানা ভারসাম্যহীনতা।

একক ব্যক্তি ও তার সৃষ্টি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতে সমানভাবে আলোচিত ও গ্রহণযোগ্য এই কথা বলার পরপরই উপস্থিত ব্যক্তিরা এই ধরনের প্রশ্ন করতে থাকেন।

সমীর স্বরনকে উদ্দেশ্য করে শ্রোতারা ভারতে বাংলাদেশীদের নানা ভোগান্তির চিত্র তুলে ধরেন। এসময় একজন সাবেক সেনা কর্মকর্তা বলেন, আমার এক বন্ধু পাকিস্থান গিয়েছিল। এরপর বাংকাদেশে আসার পর সে যখন ভারত ভ্রমনের জন্য ভিসা আবেদন করলো তার ভিসা দেওয়া হলোনা।

তিস্তা পানি চুক্তি ও ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল কেন দেখানো হয়না এই বিষয় ও এসেছে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে।
এছাড়াও সাবেক এক সচিব ও রাষ্ট্রদূত বলেন, তাজমহলে ভারতীয়দের প্রবেশের জন্য ২০ রুপী ও শুধুমাত্র বাংলাদেশী ও পাকিস্থানীদের জন্য ৭৫০ রুপী! তাহলে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলবে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে বলে তিনি প্রশ্ন করেন।

সর্বশেষ থিঙ্ক ট্যাংক খ্যাত ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সমীর স্বরন বলেন, আগামীদিনে জলবায়ু পরিবর্তন, বিশ্বরাজনীতি,ইন্টারনেট নিরাপত্তায় একসাথে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশের নীতিনির্ধারকদের অনুরোধ করেন। এসময় তিনি বলেন, গরু ভারতের হোক অথাবা চীনের কিংবা বাংলাদেশের আপনি গরুর দুধ পাচ্ছেন এটাই আসল কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়