শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম মৌসুমে ৫২১ কোটি টাকার চা বিক্রি

স্বপন দেব : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি বছরের প্রথম মৌসুমে প্রায় পৌনে দুই কোটি কেজি চা বিক্রি হয়েছে। বিক্রি করা চায়ের বাজার মূল্য প্রায় ৫২১ কোটি টাকা। চা ক্রেতাদের চাহিদা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার ২০১৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চালু করে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র। নিলাম কার্যক্রম শুরুর পর থেকে কেন্দ্রে প্রত্যাশার চেয়ে অনেক বেশি চা বিক্রি হয়েছে। শ্রীমঙ্গলের এ কেন্দ্রে চলতি মৌসুমে ১০টি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। চা নিলামে বিক্রি হয়েছে প্রায় পৌনে দুই কোটি কেজি চা।

প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধন করা হয়েছিল। আর এ কেন্দ্রে চা নিলাম কার্যক্রম শুরু হয়েছিল ২০১৮ সালের ১৪ মে। চলতি মৌসুমের শেষ নিলামটি অনুষ্ঠিত হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। এ মৌসুমে প্রতি মাসে একটি করে মোট ১০টি নিলাম অনুষ্ঠিত হযেছে। এসব নিলামে প্রায় ৫২১ কোটি টাকা মূল্যের ১ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৬৫০ কেজি চা বিক্রি হয়েছে।

২০১৯ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক নিলামে ৫৮ কোটি টাকার এবং গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সর্বশেষ নিলামে ৫ কোটি টাকার চা বিক্রি হয়েছিল।

শ্রীমঙ্গল টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার এ প্রতিনিধিকে জানান, নিলাম শুরুর প্রথম মৌসুমে প্রায় ১ কোটি ৭৮ লাখ কেজি চা বিক্রি হয়েছিল। তবে এখানে পর্যাপ্ত ওয়্যারহাউজ থাকলে মাসে একটির পরিবর্তে দুটি নিলাম ডাকা সম্ভব হতো এতে চা বিক্রির পরিমাণও দ্বিগুণ হতো। তিনি জানান, অনেকগুলো ওয়্যারহাউজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের প্রত্যাশা আগামী মৌসুমে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে মাসে একটির পরিবর্তে দুটি আন্তর্জাতিক নিলাম আয়োজন করা সম্ভব হবে। আর তা সম্ভব হলে নিলামে চা বিক্রির পরিমাণ দ্বিগুণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়