শিরোনাম
◈ প্রশান্ত মহাসাগরে চীনের গোপন সামরিক জাল! ◈ কাশ্মীর হামলার পর দিল্লির দৃষ্টি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর দিকে, পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক ◈ ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়: জাপানের ভাইস মিনিস্টার ◈ দুর্নীতির প্রমাণ দিতে ব্যর্থ দুদক, ন্যায়বিচার লঙ্ঘনের অভিযোগ টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের ◈ বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ায় সৎ মাকে শায়েস্তা করতে পুলিশকে ব্যবহার করেন শাওন: এজাহারে বাদীর দাবি ◈ কুয়েট উপাচার্য অব্যাহতির ঘোষণায় আন্দোলনের অবসান, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা ৫৮ ঘণ্টা পর ◈ হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস, গাজার নিয়ন্ত্রণ ও জিম্মি মুক্তির দাবি ◈ জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, টি‌কে রই‌লো  শিরোপা লড়াইয়ে ◈ ডিবি পুলিশ সেজে ইমামকে অপহরণ করে ৪.৩০ লাখ টাকা লুট, বন্দর থানায় মামলা ◈ দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে ই- ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম উদ্বোধন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: সড়ক মহাসড়কে চলাচলরত সকল আইন অমান্যবারী চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুভ উদ্বোধন করা হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম। বুধবার বেলা ১১টায় নরসিংদীর ভেলানগরস্থ জেলখানা মোড়ে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পিপিএম। এসময় তিনি ই-সিস্টেমের মাধ্যমে একাধিক যানবাহনের চালকদের জরিমানা করে অর্থ আদায় করেন।

পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী গোলাম মাওলার সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আলম।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরন ও জনগণের দোরগোড়ায় সরকারী সেবা পৌছে দেয়ার লক্ষ্যে নরসিংদী ট্রাফিক পুলিশও চালু করেছে ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম।

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়