কেএম নাহিদ : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, নির্বাচন এবং গণতন্ত্রের সম্পর্ক ত্রিমাত্রিক। একটি হচ্ছে, রাজনৈতিক নির্বাচনগুলো প্রতিযোগিতা মূলক কিনা, দ্বিতীয় প্রক্রিটা সুষ্ঠু কিনা, এবং সর্বশেষ ফলাফল বিশ্ব সযোগ্য কিনা । এই ৩টা নিয়ে এখন বাংলাদেশে চূড়ান্ত সংকট চলছে। মঙ্গলবার ভয়েস অফ আমেরিকার সাথে টেলিফোনে এ কথা বলেন দেশের এই অর্থনীতিবিদ। ভয়েস অফ আমেরিকা
তিনি বলেন, দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থা আর ডাকসু নির্বাচন আলাদা না , ডাকসু নির্বাচনকে ভিন্ন ভাবার উপায় নেই। উপজেলা নির্বাচনে আমরা দেখেছি, প্রতিযোগিতার সংকট ছিলো। মেয়র নির্বাচনে দেখলাম ভোটারদের আগ্রহ নেই, আর প্রক্রিয়ার বিশ^াস যোগ্যতা দেখলাম আগের রাতে সিল মারা। যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্বহীন বক্তব্য।
তিনি আরো বলেন, এখন পাড়ার লাইব্রেরি কমিটির নির্বাচনগুলোও সিলেকশন হচ্ছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলো দেখলে আমরা বুঝতে পারি। ক্ষমতার উপর মহলের নির্দেশে এমনটা হচ্ছে বলে তিনি জানান।