নুর নাহার : ডাকসু ভিপিপ্রার্থী লিটন নন্দী বলেন, কোন কোন কারণে নির্বাচন বর্জন ও পুনঃতফসিলের দাবি জানানো হয়েছে, অনেক অভিযোগ রয়েছে নির্বাচন নিয়ে। সেগুলো মিডিয়াতে এসেছে। একটি মাত্র প্যানেল ছাড়া জাসদ ছাত্রলীগ, যারা বর্তমান সরকারের বাইরের একটি অংশ তারাও ভোট বর্জন করেছে। শুধু ছাত্রলীগ ছাড়া প্রতিটি দল ভোট বর্জন করেছে। অন্যায় মেনে নেয়া যদি সুন্দর পরিবেশ হয়, সেই সুন্দরের সজ্ঞা তো বিশ^বিদ্যালয় শেখায় না শিক্ষার্থীকে। ডিবিসি নিউজ
তিনি বলেন, অন্যায় তো পরিমাণ দিয়ে যাচাই করা যায় না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীর ভোটও হরণ করা হয়, সেটা হলেও অন্যায়। আমরা মনে করি, বিশ^বিদ্যালয়ের একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে সমগ্র বাংলাদেশ এটি দেখেছে। বিভিন্ন পত্রিকায় হেড লাইন হয়েছে। উপাচার্য বলছেন আমি সন্তুষ্ট, চিফ প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন আমি বিব্রত। এরকম একটি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক।
তিনি আরো বলেন, ফলাফল ঘোষণা করা যাবে না, এটি আমাদের একার দাবি নয় যতো প্যানেল ছিলো সবাই একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। আমরা প্রেস কনফারেন্স করেছি ৫টি প্যানেল নিয়ে সেখানে ভিপিপ্রার্থী নুরও ছিলো। ভোট পড়েছে ২৫ হাজার, শিক্ষার্থী রয়েছে ৪৩ হাজার। বেশির ভাগ অনাবাসিক শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। নুর বিজয়ী হয়ে গেছে এখন সে কি বলছে সেটি কিন্তু বিষয় না, আমাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক গাইডলাইন রয়েছে।
নন্দী বলেন, সাধারণ শিক্ষার্থীরা মনে করছে এই নির্বাচনটি অস্বচ্ছ ও জালিয়াতিপূর্ণ হয়েছে এবং বিশ^বিদ্যালয়ের গৌরবকে প্রশ্নবিদ্ধ করেছে।
।
আপনার মতামত লিখুন :