শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞানী স্টিফেন হকিং’র নামে ৫০ পেন্সের কয়েন ছাড়ল ব্রিটেন

রাশিদ রিয়াজ : বিজ্ঞানী স্টিফেন হকিং’এর নামে ব্রিটেন ৫০ পেন্সের একটি কয়েন অবমুক্ত করার পর তার কন্যা লুসি হকিং বলেছেন, স্যার আইজাক নিউটন ও চার্লস ডারউইনের পাশাপাশি আমার পিতার নামে এধরনের মুদ্রা তার আত্মাকে শান্তি দেবে। কয়েনটির মধ্যে হকিং’র বিখ্যাত ব্ল্যাক হোলের তত্ত্বের ছাপ রয়েছে। কয়েনটির মাঝখানে কালো গহ্বর সদৃশ কিন্তু বিচ্ছুরিত ছাপ দেয়া হয়েছে।

স্টিফেন হকিং ছিলেন সর্বকালের সেনা বিজ্ঞানীদের একজন। ৭৬ বছর বয়সে গত বছর ১৪ মার্চ তিনি মারা যান। দি সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়