মিল্টন খন্দকার: গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বর্ণিল আয়োজনে ‘বসন্ত বরণ’ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে অনার্স বাংলা বিভাগের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেওয়ান আব্দুর রশিদ-এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. এনামুল হক, কলেজ গভর্নিংবড়ির সদস্য মো. এমদাদুল হক মুসুল্লী ও আজমেরী বেগম, অধ্যাপক মো. নওজেশ আলী, অধ্যাপক নুর মোহাম্মদ প্রমূখ বক্তব্য রাখেন।
কলেজ অধ্যক্ষ এনামুল হক বলেন, এবারই প্রথম এ কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনাসভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে নাটিকা, কবিতা আবৃতি, কৌতুক, দেশাত্মপোধক গান পরিবেশিত হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের সংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানের পাশাপশি শিক্ষাপ্রতিষ্ঠানে বসন্ত বরণ ও বৈশাখ বরণ আমাদের বাঙ্গালী জাতির কৃষ্টি-সাহিত্য ফুটিয়ে তোলার এক সুবর্ণ সুযোগ।
এদিন শিক্ষক-শিক্ষার্থীরা রং-বেরংয়ের পোশাক, শাড়ি, পাঞ্জাবী পড়ে অনুষ্ঠানে যোগ দেন। শুধু বাংলা বিভাগের নয়, কলেজের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। তাদের অংশ গ্রহণে কলেজ ক্যাম্পাসটি এক মিলন মেলায় পরিণত হয়। সঙ্গীতের তালে তালে মঞ্চের গায়ক-গায়িকাদের সঙ্গে অন্য শিক্ষার্থীরাও নেচে-গেয়ে উঠেন। বয়স্ক শিক্ষক-কর্মচারীদের মনের মাঝেও যেন বয়ে যায় তারুণের ঢেউ ।
আপনার মতামত লিখুন :