আবুল বাশার নূরু: ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যস্ত সময় পার করেছেন। এদিন প্রতিনিধি দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ক্ষমতাসীন বিজেপি’র পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধানসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন।সোমবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে তার পাশে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স দেখেন। এরপর প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেন সুষমা স্বরাজের সঙ্গে। এরপর বিজেপির পররাষ্ট্র বিষয়ক প্রধানের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ নেতারা।
এসব বৈঠকে দুই দেশের মধ্যকার নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত সংসদ পরিদর্শন করার কথা আওয়ামী লীগের প্রতিনিধিদের। এছাড়া রাজ্যসভার প্রধান এবং লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও রয়েছে তাদের।
এদিন মধ্যাহ্নভোজের পরে ভারতের অন্যতম থিংক ট্যাংক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল। আর বিকাল বিকাল ৫টা থেকে ৬টা ভারতীয় কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আওয়ামী লীগ নেতাদের।
আওয়ামী লীগের এ প্রতিনিধি দলে রয়েছেন উপ-দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছানোয়ার হোসেন , নাহিম রাজ্জাক , নাঈমুর রহমান দুর্জয় , রাজী মোহাম্মদ ফখরুল, জুয়েল আরেং, ফাহমি গোলন্দাজ বাবেল, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রমুখ।
ভারতের থিংকট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউান্ডেশনের (ওআরএফ) আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে এই প্রতিনিধি দল। আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্পধারার নেতারাও একই প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভারত সফরে রয়েছে। বাংলাদেশের তরুণ নেতা ও সংসদ সদস্যদের জন্য ‘ইন্ডিয়া উইক’-এর আয়োজন করে ওআরএফ।
আপনার মতামত লিখুন :