শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যত জাতি গঠনে কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : আশরাফুন্নেছা

ইউসুফ আলী বাচ্চু : পরিবার পরিকল্পনার অধিদপ্তরের যুগ্ম সচিব আশরাফুন্নেছা বলেছেন, ভবিষৎ জাতি গঠনে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কারণ মোট জনসংখ্যার ৪৫ ভাগ কিশোর কিশোরী ।

সোমবার দুপুরে মিরপুর ১০  নাম্বারে আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্ততর আয়োজিত এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঢাকা ও মেরিস্ট্রোপস বাংলাদেশ বাস্তবায়িত, কিশোর কিশোরেী সম্মেলনে তিনি এ কথা বলেন।

আশরাফুন্নেছা বলেন, আমরা আজকে আয়োজন করেছি কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালে তাদের যে মানসিক, শরীরি পরিবর্তন হয় তার একটা পরিস্কার ধারণা দেয়ার জন্য। তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার, পরিস্কার পরিছন্নতা, স্বপ্নদোষ, এইচ আইভি এইডস, মাদকাসক্তি, সাইবার অপরাধ, বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা নিয়ে একটি গাইড লাইনের জন্য। যাতে ভবিষতে একটি সুস্থ্য জাতি হঠন করা যায়।

তিনি বলেন, আজকে যাদের এখানে যে একশতজন কিশোর কিশোরী অংশগ্রহণ করেছে তারা হবে এই সমাজের রোল মডেল, তারা প্রত্যেকে তার বন্ধুদের কাছে এই বার্তা পৌছে দেবে। ভবিষত্যে জাতি গঠনে সারা দেশে প্রায় ২৯ শত কিশোর কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে যার মাধ্যমে তৃনমূল থেকে উঠে আসা কিশোর কিশোরীরা সমাজ পরিবর্তনে ভুমিকা রাখতে পারে। আজকে যে বাংলাদেশে মেয়েদের ফুটবল টিম, ক্রিকেট টিম এই ক্লাবের মাধ্যমেই সৃষ্টি হয়েছে।

কিশোর কিশোরীদের উদ্দেশ্য করে আশরাফুন্নেছা বলেন, বয়:সন্ধিকাল হল প্রত্যেকের একটি গুরুত্বপূর্ন সময়। এই সময় শারিরিক ও মানিষি পরিবর্তন ঘটে। আর এই বয়সে যাতে ভুল না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আর এজন্য আজকের আয়োজন, যাতে তোমরা জীবন সম্পর্কে একটি সঠিক ধারণা পেতে পার। তোমরাই ভবিষতে এদেশের নেতৃত্ব দেবে। তোমাদের যে পরিবর্তন হচ্ছে তা তোমাদের অভিভাবক, বাবা, দাদা-দাদী ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলেই তোমরা এ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবে। সঠিক সময় সিদ্ধান্ত না নিয়ে জীবন ঝুঁকির মধ্যে পড়ে। আর বাল্যবিয়ের কারণে মাতৃ মৃত্যুর হার বেড়েছে, শিশু মৃত্যুর হার বাড়ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশ কিশোর-কিশোরী । তারাই একদিন আমাদের দেশের হাল ধরবে। তাদেকে যদি আমরা তাদের সঠিকভাবে স্বাস্থ্যসেবা না দিতে পারি তাহলে ভবিষ্যত নেতৃত্ব হবে ভঙ্গুর। এ সময় উপস্থিত ছিলেন, ডা. ফারহানা আহমেদ, নূরে আলম, আবু সাঈদ পান্না, শামীমা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়