তরিকুল ইসলাম: রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। রবার্ট চ্যাটার্টন ডিকসন এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হয়েছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিকসন রবিবার বাংলাদেশে এসেছেন এবং তিনি আগামীকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। তিনি ২০১৫ সাল থেকে কাবুলে ব্রিটিশ দূতাবাসে ভারপ্রাপ্ত দূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারও আগে ২০১৩ সালের জুলাই থেকে উপ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলিসন ব্লেক ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন। কয়েকদিন আগে বাংলাদেশে নিজ দায়িত্ব সম্পন্ন করে ঢাকা ত্যাগ করেন।