শিরোনাম
◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির  ◈ দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে পদায়ন : মোখলেস উর রহমান ◈ এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি ◈ শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ শিগগিরই ◈ ছয় মাসে যে নতুন ১৬ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ◈ নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক!

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটন নন্দীর দাবি, ছাত্রলীগ মহসীন হল ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রেখেছে

মারুফুল আলম: বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী লিটন নন্দী দাবি করেছেন, মহসীন হল ভোটকেন্দ্র ছাত্রলীগ অবরুদ্ধ করে রেখেছে। তিনি বলেন, মহসীন হলে আমরা ঢুকতে পারিনি।

প্রভোস্টের সঙ্গে দেখা করতে গেলে পেছন দিক থেকে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাছাড়াও রোকেয়া হলে হামলা হয়, জিয়া হলে বুথে বুথে অধিকাংশ জায়গায় তারা আবারো লাইনে দাঁড়াচ্ছে। ওখানে পুরো জায়গাটা ছাত্রলীগ অবরুদ্ধ করে রেখেছে।

সাধারণ শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুরুর ওপরও হামলা হয়। তিনি এখন মেডিকেলে আছেন।

লিটন নন্দী বলেন, ‘এই যে হামলা করবার চেষ্টা, এইটা তো ইতিবাচক কিছু না।’

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমি মহসীন হলে গিয়েছিলাম, ভেতরে ঢোকার চেষ্টা করেছি। কিন্তু ওইখানে কোনো সিঙ্গেল লাইন নেই। সবাই গেইটে জটলা করে আছে এবং ছাত্রলীগে ছেলেরাও জটলা করে আছে। যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, “আপনারা এখানে কী করছেন?” ঢোকা যাচ্ছে না। ওইখানে কোনো রকম গ্যাঞ্জাম হয়েছে। আমাকে ঢুকতে দেবে না।’

বিষয়টি নিয়ে তিনি প্রভোস্টের সঙ্গে কথা বলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন লিটন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, এই নির্বাচনে আসলে কিছুই হচ্ছে না।’ তবে নির্বাচন বর্জনের প্রসঙ্গে এই ভিপি প্রার্থী বলেন, ‘এইটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্তে বসবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়