আব্দুর রাজ্জাক : ভারত সরকার কাশ্মীরি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া বন্ধ করায় অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়েছে। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হওয়ার জেরে ভারত সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে প্রথম পাতা ফাঁকা রেখে পত্রিকা ছাপিয়েছে কাশ্মীর রিডার ও গ্রেটার কাশ্মীর। আল-জাজিরা, রকেট নিউজ
রোববার প্রকাশিত ইংরেজি ও উর্দু দৈনিক দুটিতে প্রথম পাতাগুলো ফাঁকা রাখা হয়েছে। এবং মাঝখানে লেখা ছিলো যে, বিজ্ঞাপন দেয়ার অঘোষিত নিষেধাজ্ঞার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কাশ্মীরের গণমাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন কাশ্মীর এডিটরস গিল্ড (কেইজি) ও অন্যান্য সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীরা শ্রীনগরে রোববার মিছিলের আয়োজন করে সরকারের অবরোধের প্রতিবাদ জানায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করে।
কেইজি এক বিবৃতিতে জানায় যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞাপন বন্ধ করার যেমন কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আবার বিজ্ঞাপন না দেয়ার ব্যাপারেও কোন সংস্থা ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, ভারতের পত্রিকাগুলো মূলত সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভর করে টিকে থাকে। তাই সরকারি বিজ্ঞাপন ছাড়া পত্রিকা টিকিয়ে রাখা অনেকটাই অসম্ভব। পুলওয়ামা ঘটনায় বিজ্ঞাপন বন্ধ করায় পত্রিকা দুটি তাদের পাতা সংখ্যা হ্রাস করে যথাক্রমে ২০ ও ১৬ থেকে ১২ তে নামিয়ে আনতে বাধ্য হয়েছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যাসহ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়েছে কেইজি।
আপনার মতামত লিখুন :