শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নারী কানি তানাকা

লিহান লিমা: বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের নারী কানি তানাকা (১১৬)। ১৯০৩ সালে জন্মগ্রহণ করা তানাকাকে শনিবার দেয়া হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। গার্ডিয়ান, এনডিটিভি

দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুয়া গ্রামের একটি নার্সিং হোমে থাকেন তানাকা। ১৯০৩ সালের ২ জানুয়ারি তার জন্ম। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকাকে। এই দম্পতির চার সন্তান এবং একজনকে দত্তক নেন তারা। কানি তানাকা সাধারণত ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন। ভালবাসেন অংক করতে। তার পূর্বে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন আরেক জাপানের নারী চিয়ো মিয়াকা, ২০১৮ সালের জুলাইতে ১১৭ বছর বয়সে মারা যান তিনি।

এমনিতেই গড় আয়ুর দিক দিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে জাপান। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের হারেও নেতৃত্ব দিচ্ছে দেশটি। বিশ্বজুড়ে খাদ্যাভাসের কারণে স্থুলতা বৃদ্ধি পেলেও জাপানে এটি বিরল। এর নাগরিকরা এখনো ঐতিহ্যগতভাবে মাছ, ভাত, সবজি ও চর্বিবিহীন অন্যান্য খাবারেই মনোযোগ দেন। এছাড়া বয়স্ক ব্যক্তিদের অবস্থানও জাপানের সমাজে প্রথানুসারে সম্মানিত। ৮০বছর বয়সেও তারা কর্মক্ষম থাকেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড করেছিলেন ফ্রান্সের নারী জেনি লুসি ক্ল্যামেন্ট। ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের মাসাজো নোনাকা। জানুয়ারিতে ১১৩ বছর বয়সে মারা যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়