শিরোনাম
◈ বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, ইসরায়েলে হোঁচট খেলো ফ্রান্স ◈ বিশ্বকাপ বাছাই, ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গে ড্র করলো ব্রাজিল ◈ বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা হেরে গেলো প্যাগুয়ের কাছে ◈ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা মোহাম্মদ আশরাফুলের ◈ মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে  সব শিরোপা জিততে চান  ◈ ফুটবলে ভিএআরের জায়গায় আসছে এফভিএস ◈ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ বাণিজ্য শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত ◈ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা ◈ ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি–জামায়াতের ৬ নেতা-কর্মী আহত ◈ কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার, অবস্থান নিলেন সাদপন্থীরা(ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নারী কানি তানাকা

লিহান লিমা: বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের নারী কানি তানাকা (১১৬)। ১৯০৩ সালে জন্মগ্রহণ করা তানাকাকে শনিবার দেয়া হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। গার্ডিয়ান, এনডিটিভি

দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুয়া গ্রামের একটি নার্সিং হোমে থাকেন তানাকা। ১৯০৩ সালের ২ জানুয়ারি তার জন্ম। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকাকে। এই দম্পতির চার সন্তান এবং একজনকে দত্তক নেন তারা। কানি তানাকা সাধারণত ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন। ভালবাসেন অংক করতে। তার পূর্বে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন আরেক জাপানের নারী চিয়ো মিয়াকা, ২০১৮ সালের জুলাইতে ১১৭ বছর বয়সে মারা যান তিনি।

এমনিতেই গড় আয়ুর দিক দিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে জাপান। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের হারেও নেতৃত্ব দিচ্ছে দেশটি। বিশ্বজুড়ে খাদ্যাভাসের কারণে স্থুলতা বৃদ্ধি পেলেও জাপানে এটি বিরল। এর নাগরিকরা এখনো ঐতিহ্যগতভাবে মাছ, ভাত, সবজি ও চর্বিবিহীন অন্যান্য খাবারেই মনোযোগ দেন। এছাড়া বয়স্ক ব্যক্তিদের অবস্থানও জাপানের সমাজে প্রথানুসারে সম্মানিত। ৮০বছর বয়সেও তারা কর্মক্ষম থাকেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড করেছিলেন ফ্রান্সের নারী জেনি লুসি ক্ল্যামেন্ট। ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের মাসাজো নোনাকা। জানুয়ারিতে ১১৩ বছর বয়সে মারা যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়