শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল নামছে ৭টি রুটে নতুন বাস, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুজিৎ নন্দী: ভারত থেকে আনা নতুন বাস ও ট্রাক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বহরে যুক্ত হচ্ছে সোমবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন আসা বাস ও ট্রাকগুলো দুপুর ১টা ১০ মিনিটে গণভবন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চলতি সপ্তাহ থেকেই বাসগুলো রাজধানীর সড়কে সাতটি নতুন রুটে চলাচল শুরু করবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ৬শ’ বাস ও ৫শ’ ট্রাকের মধ্যে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ৪২টি নন এসি, পাঁচটি এসি ও চারটি ডাবল ডেকার বাস। এছাড়া ২৫টি ১৬ টনের ও একশটি ১০ টনের ট্রাকও এসেছে ঢাকায়। ১৬ টনের ট্রাকগুলোর মধ্যে ১৫টি ঢাকায় রেখে বাকি ১০টি চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিআরটিসির বহরে যোগ হচ্ছে। নতুন রুটে চলাচলের জন্য মঙ্গলবার বিভিন্ন ডিপোতে রুটভিত্তিক বাসগুলো ভাগ করে দেওয়া হবে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া এ প্রতিবেদককে বলেন, কুড়িল-বাড্ডা রুটে এর আগে বিআরটিসি’র কোনো বাস ছিল না। বর্তমান ট্রাফিক অবস্থা বিবেচনা করে নতুন রুটগুলো সাজানো হচ্ছে। তবে সব রুটে একসঙ্গে বাস দেওয়া হবে না। চাহিদার বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন ডাবল ডেকার বাসগুলো ৫২ সিটের। এগুলো ঢাকার রুটগুলোতে দেওয়া হবে। বাস আনার সঙ্গে সঙ্গে বাসের আরও ১০ শতাংশ যন্ত্রাংশ আনা হচ্ছে, যেন নষ্ট হলে বা মেরামতের প্রয়োজন পড়লে এগুলো ব্যবহার করা যায়। এছাড়া চালক ও বাস মেরামতকারীদের প্রশিক্ষণ দেবে বাস কোম্পানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়