শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল ও গ্যাস থেকে বিনিয়োগ সরিয়ে নেবে বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল

নূর মাজিদ : বিশ্বের বৃহত্তম সার্বভৌম বিনিয়োগ তহবিল রয়েছে নরওয়ে সরকারের। যার মোট স¤পদের পরিমাণ ১ লাখ কোটি মার্কিন ডলার। সাম্প্রতিক সময়ে, দেশটির সরকারি পেনশন ফান্ডটি সিদ্ধান্ত নিয়েছে তারা তেল এবং গ্যাস কো¤পানিগুলোতে থাকা তাদের বিপুল বিনিয়োগ প্রত্যাহার করবে। যার আওতায় ব্রিটিশ পেট্রোলিয়াম, শেল এবং টোটালের মতো তেল ও গ্যাস উৎপাদক কো¤পানিতে নরওয়ে সরকারি তহবিলের ৩ হাজার ৭শ’ কোটি ডলারের শেয়ার বা অংশীদারিত্ব বিক্রি করা হবে। বিবিসি, এনার্জি লাইভ নিউজ

গত শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অংশীদারিত্ব বিক্রি করার অর্থ তেলের ওপর থেকে আমাদের অর্থনৈতিক নির্ভরতা কমবে। যদিও পশ্চিম ইউরোপের বৃহৎ তেল উৎপাদক দেশ হিসেবে, এখনই স¤পূর্ণভাবে তেল রপ্তানি আয়ের ওপর থেকে নির্ভরশীলতা কমানো সম্ভব হবেনা। আগামী দশকেও তেল এবং গ্যাস রপ্তানি আমাদের আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে অবদান রাখবে।’

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সিদ্ধান্ত বৈশ্বিক তেলের বাজারের বর্তমান উত্থানপতনের কারণে নেয়া হয়নি। বরং ধীরে ধীরে সরকারি ব্যয় নির্বাহে ভিন্ন উৎসে বিনিয়োগ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । ‘নরওয়ের পেনশন ফান্ডের এই সিদ্ধান্ত নবায়নযোগ্য জ্বালানি কো¤পানিগুলোর জন্য একটি বড় ধরণের সুখবর হতে পারে। কারণ, তহবিলটি এখন, এই সকল খাতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।’ ইউরোপের অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ এমন সম্ভাবনা আশা করছেন।

তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার আগে দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। পার্লামেন্টের অনুমতি পেলেই প্রচলিত হাইড্রোকার্বন নির্ভর বিনিয়োগ সরিয়ে নিতে পারবে নরওয়ের সরকারি পেনশন ফান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়