বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত, হ্রাস করবে জীব ও সম্পদের ঝুঁকি’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালী, সচেতনতা বৃদ্ধি সভা, সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রকৌশলী শাকিল হোসেন, মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাদির সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে।
এর আগে দিবসটির তাৎপর্য নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে সমাবেশ ও শিশুমেলা আইডিয়াল স্কুলে শিশুদের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :