এস এম নূর মোহাম্মদ: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। রোববার রাজধানীর ধানমণ্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান। প্রতিবেদনে বলা হয়, ৫ আসামির মধ্যে তিন জন আটক আছেন। তারা হলো- ময়মনসিংহের ধোবাউড়া পশ্চিম বালীগাঁও গ্রামের মো. কিতাব আলী ফকির (৮৫), মো. জনাব আলী (৬৮) এবং মো. আ. কুদ্দুছ (৬২)। এছাড়া অপর দুইজন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
এদের বিরুদ্ধে ১৯৭১ সালেল ৩০ মে থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও দেশান্তরিত হতে বাধ্য করা সহ মোটি দু’টি অভিযোগ আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :