শিরোনাম
◈ নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক ◈ স.মকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা ◈ বাংলা একাডেমি অবশেষে মেলায় বই বিক্রির হিসাব জানালো ◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকোলাস মাদুরো ও তার আকর্ষণীয় অঙ্গভঙ্গী

রাশিদ রিয়াজ : ভেনেজুয়েলার নেতা হুগো শ্যাভেজের চাভেজের মৃত্যুর পর অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি হন। এরপর ১৪ এপ্রিল, ২০১৩ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন মাদুরো। লক্ষ্যনীয় যে কোনো সমাবেশ বা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তার মত অঙ্গভঙ্গী বিশে^র আর কোনো রাষ্ট্রপ্রধান করেন না। কখনো মুষ্টিবদ্ধ হাত, কখনো অঙ্গুলী হেলন, আবার এক হাত দেখে নেয়ার মত বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গী করে বক্তব্য রাখেন তিনি। প্রেসিডেন্ট মাদুরোর এধরনের বিশেষ মুহূর্তের কিছু ছবি দেয়া হল পাঠকের জন্যে।

মাদুরো একজন শ্রমিক নেতার পুত্র ও ভেনেজুয়েলার কারাকাসে জন্মগ্রহণ করেন ১৯৬২ সালে। এল ভ্যাল রাজ্যের লিসিও জোস আভালোসের সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন যা কর্মজীবি-শ্রেণীর সন্তানদের নদের জন্য প্রতিষ্ঠিত। রাজনীতির সাথে প্রথম সংযুক্ত হন ঐ বিদ্যালয়ের ছাত্র সংঘের সদস্য হবার মাধ্যমে। রোমান ক্যাথলিক হিসেবে বড় হতে থাকেন মাদুরো। পৈতৃকসূত্রে তার পরিবার সেফার্দিক ইহুদি বংশোদ্ভূত।

মাদুরো কর্মজীবনে প্রবেশ করেন সাধারণ একজন বাস চালক হিসেবে। এরপর তিনি শ্রমিক সংঘের নেতা হন। ২০০০ সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি হুগো চাভেজের সরকারের শাসন আমলে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ঘটনা পরম্পরায় ২০০৬ সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। এসমযয়ে তাতে সবচেয়ে দক্ষ প্রশাসক ও রাজনীতিবিদ হিসেবে শ্যাভেজের সবচেয়ে কাছের ব্যক্তিরূপে’ মনে করা হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়