শিউলী আক্তার: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিন বৃষ্টির কারনে মাঠে গড়াইনি কোনো বল এবং টস হতেও বাঁধা হয়ে দাঁড়ালো। এই মাঠে টসে জিতে যে কোনো দল আগে ফিল্ডিংয়েই নিবে সেটা করতে ফুল করেন নি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ভাবে শুরুটা করেছিলো বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ২১১ রানে প্রথম ইনিংস থামে বাংলাদেশের।
উদ্ভোধনীতে তামিম ইকবাল ও সাদমান ইসলাম ৭৫ রানের জুটি গড়েন। বিপত্তিটা বাধে পানি পানের বিরতির পরপর। ডি গ্রান্ডহোমের বল ঠিকমতো খেলতে পারেননি তামিমকে সঙ্গ দেওয়া তরুণ ওপেনার সাদমান। তার ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে থাকা রস টেলরের কাছে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সাদমানের ব্যাট ছুঁয়ে আসা বল সহজেই তালুবন্দী করেন টেলর। এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে খানিকটা খোলসে ঢুকে পড়েন তামিম। শুরুতে কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে থাকা মুমিনুলও উইকেটে থিতু হতে সময় নেন। কিন্তু মধ্যাহ্নভোজে যাওয়ার আগে নিল ওয়েগনারের জোড়া আঘাতে বাংলাদেশের ব্যাটিংও নীল হয়ে যায়। ১১৯ রানের মাথায় মুমিনুলকে ফেরান ওয়েগনার। এরপর ১২৭ রানে মোহাম্মদ মিঠুনকেও ফেরান নিউজিল্যান্ডের এই পেসার। ১২৭ রানে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। ততক্ষণে টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক করে ফেলেছেন তামিম ইকবাল। ব্যক্তিগত ৭২ রান করে মধ্যাহ্নভোজে যাওয়া তামিম বিরতির পরেই ফিরে যান। তামিমের শিকারিও সেই ওয়েগনার। ১৩৪ রানের মাথায় তামিম আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না সৌম্য ও মাহমুদউল্লাহও। ১৫২ রানের মাথায় হেনরির বলে সৌম্য ক্যাচ দিয়ে ফেরার পর মাহমুদউল্লাহ ফিরে যান ১৬৮ রানে। বাংলাদেশের অধিনায়কের উইকেটটিও গেছে ওয়েগনারের ঝুলিতে।
এরপর ৭ম উইকেট জুটিতে তাইজুলকে সঙ্গি করে লিটন ৩৮ জুটি গড়ে ২০০ রান পার করলেও বেশি টিকতে পারেন নি তাইজুল। ৮ করেন ফিরে যান তিনি। তার চলে যাওয়ার পর এক বলের পর মোস্তাফিজ আউট হয়ে যান। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা লিটন উইলিয়ামসনের হাতে ধরা পড়ে ৩৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। ফলে ২১১ রানে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।
ওয়াগনার ও ট্রেন্ট বোল্ড মিলে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ধ্বস নামান। ওয়াগনার ৪ টি ও বোল্ড ৩টি উইকেট নেন।
আপনার মতামত লিখুন :