সাালেহ্ বিপ্লব : ভারতের শীর্ষধনী, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বড়ো ছেলে আকাশ আম্বানি বিয়ে করলেন ছোটবেলার বন্ধু শ্লোকা মেহতাকে। হীরে ব্যবসায়ী রাসেল মেহতা ও মোনা মেহতার ছোট মেয়ে শ্লোকা। তার সাথে আকাশের পরিচয় মুম্বাইর ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে, এরপর প্রেম। আকাশ-শ্লোকার প্রেম রূপ নিলো পরিণয়ে, গতকাল শনিবার মুম্বাইর একটি হোটেলে। আর এই হোটেলটি সেই স্কুলের খুব কাছে, যে স্কুলে হৃদয়ে হৃদয় বেঁধেছিলেন আকাশ ও শ্লোকা। এনডিটিভি
বলাই বাহুল্য, বিয়ের আয়োজন ছিলো রীতিমতো রাজকীয়। বিশ্বের নামীদামি সব মানুষ হাজির হন অনুষ্ঠানে, রাজনীতি ও কর্পোরেট দুনিয়ার বিখ্যাত মানুষজনরা আমন্ত্রিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। আর বলিউডের তারকারা তো ছিলেনই। বিয়েতে অতিথি হয়ে আসেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী শেরি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কী মুন ও তার স্ত্রী। বলিউড তারকাদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন আমীর খান ও শাহরুখ খান এবং বিখ্যাতদের প্রায় সবাই। আজ পৌঁছাবেন গুগলের সিইও সুন্দর পিচাই।
বিয়ের পর আজ সেলিব্রেশন নাইট, কাল বিবাহোত্তর সংবর্ধনা। ভারতের রাজনীতিবিদ, মন্ত্রী-এমপি, ব্যবসায়ী থেকে শুরু করে দেশবিদেশের অতিথিরা একে একে আসছেন। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ক্রিকেটের কিংবদন্তী শচীন তে-ুলকার, কোকাকোলার সিইও জেমস কুইন্সি, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, স্যামসাঙের ভাইস চেয়ারম্যান জে ই লী, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড সদস্য ক্রিস্টোফে ডি কুপার, সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ ও বেসরকারি বিনিয়োগ তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির ওসমান আল রামাইয়া, টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেকারন ও তার স্ত্রী ললিতা।
আকাশ ও শ্লোকার বিয়ে উপলক্ষে আম্বানিদের বাসভবন অ্যান্টিলা সাজানো হয়েছে কৃষ্ণ থিমে। জাপান থেকে ফুল আনা হয়েছে, সেই ফুল দিয়ে বানানো হয়েছে কৃষ্ণ, ময়ূর এবং হাতি। মুকেশ আম্বানি, তার স্ত্রী নিতা আম্বানি, আরেক ছেলে অনন্ত আম্বানি, মেয়ে ইশা আম্বানি ও তার স্বামী আনন্দ পিরামল স্বাগত জানিয়েছেন অতিথিদের।
আপনার মতামত লিখুন :