শিরোনাম
◈ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বসানোর কারণ কী? ◈ সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যু : তদন্তে যা বেরিয়ে এলো ◈ শেখ রাসেলকেও কেন হত্যা করতে হয়েছিল, কারণ জানালেন রাশেদ চৌধুরী (ভিডিও) ◈ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাবে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত রঙিন চাল ◈ পুতুলের দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশ: দ্য ল্যানচেটের রিপোর্ট ◈ পাঁচ হত্যাকান্ডে চার বিভাগ উত্তাল, বিচার দাবি  ◈ সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম (ভিডিও) ◈ জাতীয় সরকার গঠনের দাবি নুরুল হক নুরের (ভিডিও) ◈ ভারতে অবৈধভাবে প্রবেশ, ৪ বাংলাদেশি গ্রেফতার ◈ বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথে পথে চাঁদাবাজি ও হয়রানিতে আনারসের ন্যায্য দাম দিতে পাচ্ছেন না রাঙামাটির ব্যবসায়ীরা 

নুর নাহার :  আগাম আনারসে ভরপুর হয়ে উঠেছে রাঙ্গামাটির বাজার। তবে তুলনামুলক কম দাম পাচ্ছেন বলে অভিযোগ চাষীদের। পথে পথে চাঁদাবাজি ও হয়রানির কারণে দাম কম দিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইনডিপেন্ডেন্ট টিভি।
সাধারণত আনারসের মৌসুম শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে। কিন্তু মৌসুম শুরুর ৪-৫ মাস আগেই বাজারে আসতে শুরু করেছে আনারস। বর্তমানে আগাম আনারসে ভরপুর বাজার।

একসময় আগাম জাতের হানিকুইন আনারসের বেশ দাম পেয়েছিলেন চাষীরা। কিন্তু বর্তমানে দাম কমে গেছে বলে জানান তারা। আনারস ব্যবসায়ীরা বলেন, অনেক বড় বড় আনারস ৪/৫ টাকা দাম। আমরা মনে করছি দাম বাড়বে কিন্তু এখন দেখি দাম নাই।

তবে পথে পথে চাঁদা দিতে হয় বলে চাষীদের ন্যায্য দাম দিতে পারে না বলে স্বীকার করলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, পুলিশরা চাঁদাবাজি করছে, ব্যবসায়ীদের নির্যাতন করছে।

মৌসুম ছাড়াও চাষীদের আয়ের উৎস তৈরি হয় এসব আগাম ফল দিয়ে। এর জন্য কৃষিবিভাগও দিচ্ছে প্রযুক্তিগত সহায়তা।
রাঙামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক, পবন কুমার চাকমা বলেন, কৃষকদের সারা বছর আনারস চাষের জন্য যে প্রযুক্তি তা তাদের দেয়া আছে। সেই প্রযুক্তির কারণেই তারা দেড় বছরের ফসল ১ বছরেই পেয়ে যাচ্ছে।

চলতি বছর ১৭হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্টিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়