শিরোনাম
◈ পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ আর কী রপ্তানি করে? ◈ ২১ নভেম্বর রাজধানীর যেসব সড়ক পরিহার করবেন ◈ রমজানের ১১ নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল ◈ শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি: সারজিস ◈ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি নাড্ডা ◈ আবহাওয়া অফিসের নতুন বার্তা শীত ও কুয়াশা নিয়ে  ◈ ঢাবি ছাত্রদলের ৬ নেতা পদ হারালেন চার দিনের মাথায়, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ◈ উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায় ◈ কুয়াশায় বিঘ্ন হলে শাহজালালের ফ্লাইট নামবে চট্টগ্রাম ও সিলেটে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে যে কারনে ২১ হাজার অভিবাসী গ্রেফতার

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাভো ও তানভিরের বোলিং নৈপুন্যে কোয়েট্টার জয়

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রয়েন ব্রাভো ও সোহেল তানভিরের বোলিং নৈপুন্যে মুলতান সুলতানসকে হারিয়ে জয় তুলে নিলো কোয়েট্টা গ্ল্যাডিয়রস। টসে জিতে কোয়েট্টা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুলতানকে।

টসে হেরে ব্যাট করতে নেমে ১২১ রানে অলআউট হয়ে যায় মুলতান। জনসন চালস দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ৩৬ বল খেলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেন তিনি। এছাড় অধিনায়ক শোয়েব মালিক ২১ (২৪) ও উমর সিদ্দিকের ১৪ (২৩) রান করেন। এছাড়া আর কেউ দু’অঙ্কে প্রবেশ করতে পারেনি।

বল হাতে ব্রাভো ও তানভির তিনটি করে উইকেট নেন।

১২২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৬উইকেটে জয় তুলে নেয় কোয়েট্টা।
রিলে রুশো ৩৫ (৩৩), শেন ওয়াটনস ৩৩(২৫) , অধিনায়ক আহম্মেদ শেহজাধ অপরাজিত ২৮ (৩৫) রান করেন।

মুলতানের হয়ে আফ্রিদি দু’টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়