পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত হয়েছে। ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ায় তৎকালীন স্বৈরাচার বিরোধি আন্দোলনে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র, ডাকসু সদস্য ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার।
ওই দিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল ফুলবাড়িয়া এলাকায় পৌছলে মিছিলের ওপর পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার। এরপর থেকে ২৮ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাবে শহীদ সেলিম-দেলোয়ার দিবস হিসেবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ শহীদ সেলিমের গ্রামের বাড়ি বাউফলের নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজারের বাসভবন, শহীদ সেলিম স্মৃতি বালিকা দাখিল মাদ্রাসা, শহীদ সেলিম পাঠাগার ও স্মৃতি সংসদ এবং বাউফল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কোরআন খানি, দোয়া মিলাদ, বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেলের সভাপতিত্বে স্মরন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, শহীদ সেলিমের সহোদর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনয়নের চেয়ারম্যান ইব্রাহীম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য, সেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, তালুকদার মো. জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, ছাত্রলীগের সাবেক সভাপতি এনায়েত খান ছানা,সাধারণ সম্পাদক খোরশেদ আলম টুটুল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, মামুন কমিশনার, পৌর ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ, তরুন লীগের সভাপতি সুমন মুন্সি প্রমূখ।
আপনার মতামত লিখুন :