তরিকুল ইসলাম: মিশরে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট হ্যাকড। ‘ক্রিপ্টোজ্যাকার’রা ওয়েবসাইটটি হ্যাকড করেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ভারডিক্ট। এক প্রতিবেদনে বলছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই একটি ওয়ার্ড ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার ডায়ালগ চলে আসে। এই ক্ষতিকর ওয়ার্ড ফাইল ব্যবহারকারীরা ডাউনলোড করলে তাদের কম্পিউটারও ঝুঁকিতে পড়তে পারে।
তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ ছাড়া আর মাত্র দু’টি অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার এই এুটি ধরতে পারছে। ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে একটি নোটিফিকেশন চলে আসে যে, ওয়েবসাইটটি ঝুঁকিপূর্ণ। একই কারণে সার্চ ইঞ্জিন গুগলে দূতাবাসের ওয়েবসাইটটি খোঁজা হলেও পাওয়া যাচ্ছে না। ট্রাসওয়েভ বলছে, দূতাবাসের কর্মকান্ড গোপনীয় ও সংবেদনশীল হওয়া সত্ত্বেও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণে তেমন নজর দেওয়া হয় না। জানুয়ারিতে বাংলাদেশ দূতাবাসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করে ট্রাস্ট ওয়েব।
দূতাবাসের ওয়েবসাইট দখলে নিয়ে ডিজিটাল মুদ্রা বিটকয়েন মাইন করাই হ্যাকারদের উদ্দেশ্য ছিলো জানিয়ে ভারডিক্ট তাদের প্রতিবেদনে বলছে, যেসব ব্যবহারকারী এই ওয়েবসাইটে প্রবেশ করে ক্ষতিকর ফাইল ডাউনলোড করবেন, তাদের কম্পিউটারও এতে আক্রান্ত হতে পারে। ২০১৮ সাল থেকে সাইবার অপরাধীরা এই ধরণের ক্রিপ্টোজ্যাকিং এর দিকে বেশি ঝুঁকেছে। কারণ, এর মাধ্যমে হ্যাকাররা আর্থিকভাবে বেশি লাভবান হয়। অপরদিকে ব্যবহারকারীর চোখের আড়ালেই কাজ করা সম্ভব।
আপনার মতামত লিখুন :