তরিকুল ইসলাম: পাক-ভারত উত্তেজনায় বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্ক নজর। ভারত ও বাংলাদেশ সীমান্তে সব রকম প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে এলার্ট জারি করেছে দেশটির সীমান্ত বাহিনী। ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন বিএসএফের একজন কর্মকর্তা।
কাশ্মিরের আকাশসীমায় লড়াইয়ে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। এরই প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্কতা নজরে রাখা হয়েছে। পিটিআইকে বিএসএফ কর্মকর্তা বলেছেন, ভারত ও পাকিস্তান সীমান্তের উত্তেজনার সুযোগে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বাংলাদেশ সীমান্তে বাড়তি নজর রাখা হচ্ছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে ২২১৬.৭ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে বেশির ভাগ এলাকায় সীমান্ত বেড়া নেই। বিএসএফের ওই কর্মকর্তা বলেছেন, সুন্দরবন সংলগ্ন নদীবেষ্টিত সীমান্ত এলাকায় প্রহরা বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :