এস এম নূর মোহাম্মদ : অনেক দিন ঝুলে থাকার পর উপ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে ভোট শুরুর পর ৪ ঘন্টা পার হলেও ভোটারের উপস্তিতি হতাশা জনক। প্রায় সব কেন্দ্রেই ফাঁকা পড়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা বসে অলস সময় কাটালেও ভোটারের দেখা মিলছে না। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে আড়াই ঘন্টায় একটি ভোটও পড়েনি।
এদিকে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, একটি হলো- হয়তো ভোটাররা ভাবছেন শুধু শুধু গিয়ে কি হবে? যে হোক হয়েতো গেছেই। আওয়ামী লীগের প্রার্থীতো হবেই।
আর একটি বিষয় হলো আসল দলতো বিএনপি। তারাতো নির্বাচন করতে আসেনি। এজন্যই প্রতিদ্বন্ধীতা হবে না মনে করে ভোট দিতে যাচ্ছে না লোকজন। যদি তিব্র প্রতিদ্বন্ধীতা হতো তাহলে ভোটাররাও ভোট দিতে যেত। অংশগ্রহণ মূলক নির্বাচন হলে লোকজনের মধ্যে একটা উৎসাহ থাকে এবং ভোট দিতে যায়।
শফিক আহমেদ বলেন, ভোটতো একটা উৎসব। কিন্তু কোন ভোটারতো যেতে দেখছি না। আমার মনে হয় নির্বাচনকে অংশগ্রহণ মূলক করার চেষ্টা করা উচিৎ। তাহলে হয়তো ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে যাবে।
আপনার মতামত লিখুন :