জিয়ারুল হক : ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী রেশমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর থেকে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ইনডিপেন্ডেন্ট টিভি
গত ১৫ ফেব্রুয়ারি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় ২ আসামি, স্বপ্না ও রুনু বেগমকে গ্রেফতার করে পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। পরদিন রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা।