বিনোদন ডেস্ক।। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। ইতিমধ্যে মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এর পাল্টা জবাবে ভারতের সীমান্তবর্তী তিনটি এলাকায় পাকিস্তানি সেনারা ভারি মর্টার শেল ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করছে ভারত।
ভারত-পাকিস্তানের এমন উত্তেজনা কাশ্মীর সীমান্ত পেরিয়ে বিটাউনে প্রবেশ করেছে পুলাওমার ঘটনার পরদিন থেকেই। নিহত সেনাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সালমন খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো অনেক বলি তারকা। অমিতাভ বচ্চন নিহত সেনাদের পরিবারদের জন্য আড়াই কোটি রুপি সাহায্য দিয়েছেন। তবে সেসময় ভারতের সোশ্যাল মিডিয়ায় গুজব রটে, বলি বাদশাহ শাহরুখ খান নাকি ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে ৪৫ কোটি রুপি সাহায্য করেছিলেন।
এ খবরে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হন শাহরুখ। নানাভাবে কটাক্ষ ও হুমকি দেয়া হয় তাকে।পরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, পাকিস্তানে শাহরুখের সাহায্য বিষয়ের খবরটি আদৌ সত্যি নয়। এ বিষয়ে বলি পরিচালক হানসাল মেহেতা বলেন, শাহরুখ খানের বিরুদ্ধে যে খবর চলছে তার পুরোটাই মিথ্যা। তার মতো হৃদয়বান সুপারস্টার আমি দেখিনি। আমার জানা এমন অনেক তথ্য আছে যেখানে শাহরুখ কোনো প্রচারণা না করে মানুষের কল্যাণে সাহায্য করেছেন।
মেহতার এমন বক্তব্যের পরই দেশটির কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইটবার্তায় জানান, পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারের জন্য শাহরুখ ১৫ কোটি রুপি সাহায্য করেছেন। একটি ভারতীয় গণমাধ্যমেও এ খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও তার এক ভক্ত টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে শাহরুখ খানকে বলতে শোনা গেছে, যারা আমার দেশ প্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাদের কথার জবাব দেয়ার প্রয়োজন বোধ করি না আমি।
আপনার মতামত লিখুন :