শিরোনাম
◈ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন জামায়াতের আমির ◈ দেশের সাথে মিল রেখে আমিরাতের দু’টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা ◈ বিদেশি ল ফার্মের সহযোগিতা নেয়া হচ্ছে পাচারের অর্থ আনতে: গভর্নর ◈ ক্ষমতার রাজনীতিতে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির ◈ অবৈধ বিলাসবহুল যৌনপল্লিতে যেভাবে ধরা পড়লেন ভারতীয় বংশোদ্ভূত সিইও অনুরাগ বাজপেয়ী ◈ ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতে স্বস্তি মিললেও রপ্তানি বাজারে অনিশ্চয়তা কাটেনি ◈ স্টুডেন্ট ভিসা বাতিল প্রক্রিয়া জোরদার যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ ◈ আই‌সি‌সি ওয়ানডে ক্রিকে‌টে দুই বলের নিয়মে পরিবর্তন আনতে চায় ◈ আবারও দিনদুপুরে সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট ◈ আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট ভালোবাসার জন্যই নিষিদ্ধ গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি- জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক: দুর্নিতির অভিযোগে দু’বছরের জন্য দুই বার বিশ্ব কাপ জিতা শ্রীলঙ্কার ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াকে ক্রিকেটের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্ত ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্যই মেনে নিয়েছেন বলে জানান জয়সুরিয়া।

সাবেক এই অধিনায়ক ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত লঙ্কান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তখনই মূলত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। আইসিসি এ জন্য তার ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো জমা দিতে বলে, যাতে আইসিসির তথ্য উদঘাটনে সাহায্য হয়। কিন্তু জয়সুরিয়া তার ডিভাইসগুলো জমা দেয়নি। আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসি দুর্নীতি দমন কমিশনের ২.৪.৬ আইন অনুযায়ী-আইসিসির কর্মকা- সাহায্য না করে ও সঠিক তথ্য জমা না দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইসিসির এই নিষিদ্ধের পর জয়সুরিয়া ভক্তদের উদ্দেশ্য স্যোলাল মিডিয়া টুইটারে টুইট করেন। টুইটারে তিনি বলেন, ‘ক্রিকেটে প্রতি ভালোবাসার জন্য এবং ক্রিকেটের আরো উন্নতির জন্য আইসিসির এই নিষিদ্ধ আমি গ্রহন করেছি।’

https://twitter.com/Sanath07/status/1100377610448658432

তিনি আরো বলেন, এসিইউ মাধ্যমে আইসিসি থেকে আমার বিরুদ্ধে অভিযোগ আমি মোবাইল এবং ইলেকট্রিকাল ডিভাইস গুলো আইসিকে দিয়ে সাহায্য করিনি এই জন্য নিষিদ্ধ করে। কিন্তু এটা পষ্কিার যে আমি কোন দুর্নিতি করিনি।

জয়সুরিয়া বলেন, আমি ক্রিকেট ক্যারিয়ারে সততা বজায় রেখেই ক্রিকেট থেকে অবসর নিয়েছি। আমি সবসময় ক্রিকেট ও দেশকেই ভালোবেসেছি সেটার সাক্ষী আমার ক্রিকেট প্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়