শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট ভালোবাসার জন্যই নিষিদ্ধ গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি- জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক: দুর্নিতির অভিযোগে দু’বছরের জন্য দুই বার বিশ্ব কাপ জিতা শ্রীলঙ্কার ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াকে ক্রিকেটের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্ত ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্যই মেনে নিয়েছেন বলে জানান জয়সুরিয়া।

সাবেক এই অধিনায়ক ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত লঙ্কান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তখনই মূলত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। আইসিসি এ জন্য তার ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো জমা দিতে বলে, যাতে আইসিসির তথ্য উদঘাটনে সাহায্য হয়। কিন্তু জয়সুরিয়া তার ডিভাইসগুলো জমা দেয়নি। আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসি দুর্নীতি দমন কমিশনের ২.৪.৬ আইন অনুযায়ী-আইসিসির কর্মকা- সাহায্য না করে ও সঠিক তথ্য জমা না দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইসিসির এই নিষিদ্ধের পর জয়সুরিয়া ভক্তদের উদ্দেশ্য স্যোলাল মিডিয়া টুইটারে টুইট করেন। টুইটারে তিনি বলেন, ‘ক্রিকেটে প্রতি ভালোবাসার জন্য এবং ক্রিকেটের আরো উন্নতির জন্য আইসিসির এই নিষিদ্ধ আমি গ্রহন করেছি।’

https://twitter.com/Sanath07/status/1100377610448658432

তিনি আরো বলেন, এসিইউ মাধ্যমে আইসিসি থেকে আমার বিরুদ্ধে অভিযোগ আমি মোবাইল এবং ইলেকট্রিকাল ডিভাইস গুলো আইসিকে দিয়ে সাহায্য করিনি এই জন্য নিষিদ্ধ করে। কিন্তু এটা পষ্কিার যে আমি কোন দুর্নিতি করিনি।

জয়সুরিয়া বলেন, আমি ক্রিকেট ক্যারিয়ারে সততা বজায় রেখেই ক্রিকেট থেকে অবসর নিয়েছি। আমি সবসময় ক্রিকেট ও দেশকেই ভালোবেসেছি সেটার সাক্ষী আমার ক্রিকেট প্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়