শিরোনাম
◈ সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার ◈ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে: গার্ডিয়ানের প্রতিবেদন ◈ দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল: আনন্দবাজারের প্রতিবেদন ◈ স্বাস্থ্য অধিদফতরের এইচএমপিভি নিয়ে ৭ নির্দেশনা ◈ জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত! (ভিডিও) ◈ ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ কনটেন্ট ক্রিয়েটর কাফির (ভিডিও) ◈ প্রথম চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, লক্ষ্য সম্পর্ক জোরদার ◈ আকু'র বিল ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার ◈ খুব সহজেই ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে শাড়ির বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়!

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল অনলাইনের শাড়ির বিজ্ঞাপনে। ভারতের জনপ্রিয় অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে রকমারি শাড়ির সম্ভারের মাঝে ঢুকে পড়েছেন নীল-সাদা শাড়ি পরা মমতা। এ নিয়ে বেশ হৈচৈ পড়ে গেছে অনলাইনে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের ধরন অজস্র, অগুনতি আইডিয়া। আর বিজ্ঞাপন জগতের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাতেই এবার ঢুকে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢুকলেন তার সাদামাটা জীবনযাপনের জন্য। আরও স্পষ্ট করে বললে, তার বিখ্যাত নীল-সাদা শাড়ির জন্য। শাড়ির বিজ্ঞাপনে ভেসে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিহিত নীল-সাদা শাড়ি।

সংবাদ প্রতিদিন বলছে, অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে এ কী দেখা গেল! রকমারি শাড়ির সম্ভারের মাঝে ঢুকে পড়া নীল-সাদা শাড়ি পরা বাংলার মুখ্যমন্ত্রীর ছবির নিচে লেখা, মডেল লিডারশিপ শাড়ি। দাম দেওয়া আছে মাত্র ৩৫৯ টাকা। অর্থাৎ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা ইমেজ এবং নিজেদের পণ্য বিক্রিতে মজেছে ওই জনপ্রিয় শপিং সাইটটি।

এসব দেখে যারা ঘনঘন অনলাইনে কেনাকাটা করেন, তারা রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন। অনেকেই বলছেন, সাদামাটা সুতির শাড়ি বিক্রি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে কেন টানা হল? কিন্তু বিজ্ঞাপনী নির্মাতারা অনেক বেশি চিন্তাশীল। তারা ঠিক বুঝেছেন, কোন আবেগ কখন উসকে দিলে বাণিজ্যে জোয়ার আসবে। তাই সুতির শাড়ি বলতে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করেছেন তারা। কিন্তু এই সুযোগে কি বিক্রিবাটা বাড়ল? সেই বাণিজ্যিক হিসেব অবশ্য প্রকাশ্যে আনেনি ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়